Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ফেসবুক লাইভে ধরা পড়ল নাটক: “এফআইআর নেই, কেস নেই, তবুও কেন ধরছে পুলিশ?”
রাজ্য

ফেসবুক লাইভে ধরা পড়ল নাটক: “এফআইআর নেই, কেস নেই, তবুও কেন ধরছে পুলিশ?”

suman biswas a
Email :1

চাকরিহারা শিক্ষক নেতা সুমন বিশ্বাসকে (Suman Biswas) অবশেষে আচার্য সদনে গিয়ে দাবিসনদ পেশ করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সোমবার দুপুরে জানান, বিকেল চারটের মধ্যে সুমন বিশ্বাস (Suman Biswas)-সহ মোট পাঁচ জনের একটি প্রতিনিধিদল স্কুল সার্ভিস কমিশনের দফতরে ঢুকে তাঁদের দাবিসনদ জমা দিতে পারবেন। তবে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, মিছিল করার কোনও অনুমতি দেওয়া হবে না।

সোমবার সকালেই করুণাময়ী থেকে মিছিল করে এসএসসি ভবনে যাওয়ার আবেদন জানায় চাকরিহারা শিক্ষকদের একাংশ। নেতৃত্বে ছিলেন সুমন বিশ্বাস (Suman Biswas) । কিন্তু পুলিশের তরফে শুরু থেকেই এই কর্মসূচির বিরোধিতা করা হয়। সকাল থেকে বিধাননগর ও করুণাময়ী চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন ছিল। সল্টলেকের বিভিন্ন জায়গায়ও তৈরি রাখা হয়েছিল প্রিজন ভ্যান। অভিযানের আগেই কার্যত গোটা এলাকা পরিণত হয় পুলিশি ঘেরাটোপে।

সকালের দিকে করুণাময়ী মেট্রো স্টেশনে পৌঁছতেই নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, কোনও প্ররোচনা ছাড়াই পুলিশ সুমন বিশ্বাসকে (Suman Biswas) আটক করে। তাঁর সঙ্গী সঞ্জয় বিশ্বাস ঘটনাস্থল থেকে ফেসবুকে লাইভ করেন। ভিডিওতে শোনা যায়, তিনি প্রশ্ন করছেন— “চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে কেন ধরা হচ্ছে? কোনও এফআইআর নেই, কোনও কেস নেই, তবুও আটক করা হচ্ছে!”

এরপর সুমন পুলিশের ঘেরাটোপ ভেঙে কিছু সময়ের জন্য মেট্রো স্টেশনেই লুকিয়ে থাকেন। পরে আবারও তাঁকে আটক করে পুলিশ। এ নিয়ে চরম উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত বিকেলে আদালতের নির্দেশে স্পষ্ট হয়, এসএসসি ভবনে প্রতিনিধি দল যাবে, দাবিসনদ জমা হবে, তবে মিছিলের অনুমতি নেই।

এই রায়ের পর আন্দোলনকারীদের মধ্যে স্বস্তির সঞ্চার হয়। সুমনও জানান, তিনি আদালতের নির্দেশ মেনে দাবিসনদ জমা দেবেন, এবং দুর্নীতির বিরুদ্ধে তাঁর লড়াই চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts