Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • সুকান্তর হুঁশিয়ারি— ভিডিও নিয়ে রেলমন্ত্রীর দ্বারস্থ হবেন, বিক্ষোভকারীদের শনাক্তের নির্দেশ
রাজ্য

সুকান্তর হুঁশিয়ারি— ভিডিও নিয়ে রেলমন্ত্রীর দ্বারস্থ হবেন, বিক্ষোভকারীদের শনাক্তের নির্দেশ

sukanta majumdar dumdum
Email :1

শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল ট্রেনের উদ্বোধনের দিনই দমদম স্টেশনে তুমুল বিশৃঙ্খলা। রবিবার শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)এবং কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এই নতুন এসি লোকালের যাত্রা শুরু করেন শিয়ালদহ থেকে। ট্রেনটি দমদমে পৌঁছনোর পর সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন। ঠিক সেই সময়ই তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র একদল সদস্য স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

তৃণমূল কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং অভিযোগ তোলেন, বিজেপি বাংলা ও বাঙালি বিরোধী। একজন তৃণমূল কর্মী বলেন, “এদের বাংলায় কোনও জায়গা নেই, এরা বাংলা বিরোধী।” পাশ থেকে আরেকজন কটাক্ষ করে বলেন, “দেখুন, বানানটাও ভুল লিখেছে— শীততাপ না করে শীততপ করে দিয়েছে।” আরও একজন বলেন, “আমরা কোনও কেন্দ্রীয় মন্ত্রী মানি না, তারা আমাদের বিদেশি বলে অপমান করে, তাই যেখানেই দেখব, ‘জয় বাংলা’ বলব।”

এই বিক্ষোভের জেরে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় এবং মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আরপিএফ ও পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

ঘটনায় ক্ষুব্ধ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) জানান, “আমি রেলমন্ত্রীকে জানাব। ভিডিও রেকর্ড করার জন্য বলেছি, যাতে প্রমাণ সহ পাঠানো যায়। এরা তৃণমূলের পতাকা নিয়ে এসেছিল। কারা শ্রমিক সেজে এসেছে, তাও খুঁজে দেখা হবে।”

উল্লেখ্য, বাঙালি পরিচয় ও ভাষা নিয়ে রাজ্য রাজনীতি ইতিমধ্যেই তপ্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলন শুরু করেছেন, অভিযোগ করে যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে এবং বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে। এই বিতর্কের মধ্যেই দমদম স্টেশনে এদিনের এই ঘটনা নতুন মাত্রা যোগ করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts