Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • “এসি ঘরে বসে রিলস দেখছে পুলিশ”—সুকান্ত মজুমদারের তোপ, ক্ষোভে ফুঁসছে এলাকা
রাজ্য

“এসি ঘরে বসে রিলস দেখছে পুলিশ”—সুকান্ত মজুমদারের তোপ, ক্ষোভে ফুঁসছে এলাকা

firing in kolkata
Email :20

গুলশন কলোনিতে গুলি আর বোমার তাণ্ডব কেটে গিয়েছে প্রায় ৪৮ ঘণ্টা। তবু এখনও আতঙ্কে ঢাকা গোটা এলাকা। পুলিশ চারজনকে ধরলেও যার নাম বারবার মূল অভিযুক্ত হিসাবে উঠে আসছে—সেই ‘মিনি ফিরোজ’ (Mini Firoz) আজও অধরা। অথচ ফেরার থাকার কথা পুলিশের খাতায়, তবুও সামাজিক মাধ্যমে দিব্যি রিল বানিয়ে পোস্ট করে যাচ্ছেন তিনি। তাঁর ফেসবুক পোস্টে শোনা যাচ্ছে হুমকির সুর—“আশা করব আমার রুদ্ররূপ দেখতে হবে না।”

স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষ জানিয়ে দিয়েছেন, অপরাধীদের জায়গা নেই গুলশন কলোনিতে। কিন্তু মানুষের প্রশ্ন একটাই—তাহলে ফিরোজকে (Mini Firoz) পুলিশ ধরতে পারছে না কেন? এই প্রশ্নের জবাব খুঁজে পাচ্ছেন না কেউ। অভিযোগ উঠছে, এক তৃণমূল বিধায়কের ছত্রচ্ছায়ায় রীতিমতো নিরাপদ আশ্রয়ে রয়েছেন ফিরোজ (Mini Firoz)। তাই চারজন সহযোগী ধরা পড়লেও, তিনি পুলিশের নাগালের বাইরে থেকে যাচ্ছেন।

যে চারজনকে ধরা হয়েছে তাদের মধ্যে মধু আর সাজিদ ফিরোজের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত। এলাকাবাসীর দাবি, এরা দু’জন তাঁর ডান-বাম হাত। পুলিশ সূত্রে খবর, ধৃতরা নাকি জানিয়েছে তারা আতঙ্ক তৈরি করার জন্যই গিয়েছিল, কাউকে মারার উদ্দেশ্যে নয়। কিন্তু প্রশ্ন উঠছে, যদি সহযোগীরা ধরা পড়ে, তবে ফিরোজকে গ্রেফতার করা এত কঠিন হচ্ছে কেন?

সূত্র মারফত জানা গিয়েছে, মিনি ফিরোজ আপাতত বিহারে রয়েছে। তিনি নিজেই নাকি তা জানিয়েছেন। এর মধ্যেই তাঁর রিল ও পোস্টে আরও বাড়ছে উত্তেজনা।

এদিকে বিজেপি এই ঘটনায় একের পর এক তোপ দাগছে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেছেন, “পুলিশ হয়তো এসি ঘরে বসে রিলস দেখছে, মজা নিচ্ছে। ফিরোজকে ধরবে না। কারণ, ওর মাথার উপর নাকি এক বিধায়কের হাত আছে। পুলিশের সাহস নেই ওকে ধরার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts