রাজারহাটে ঘটে গেল হৃদয়বিদারক এক ঘটনা (Suicide)। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী হলেন এক ইঞ্জিনিয়ারিং ছাত্র (Suicide)। মৃত ছাত্রের নাম সৌরভ সুমন, বয়স আনুমানিক ২০ বছর (Suicide)। বিহারের ভাগলপুরের বাসিন্দা সৌরভ, বারাসতের এক বেসরকারি কলেজে বিটেক দ্বিতীয় বর্ষে পড়তেন। থাকতেন রাজারহাটের ঝাউতলার তিরুপতি অ্যাপার্টমেন্টে (Suicide)।
কী ঘটেছিল সেই দিন?
শনিবার ছিল কলেজ ফেস্ট। বিকেল ৪টা নাগাদ তাঁর এক বন্ধু ও এক বান্ধবী সৌরভকে নিতে আসেন। কিন্তু তিনি জানান, ফেস্টে যাবেন না, বরং জিমে যাবেন।
রাত ৯টা নাগাদ তিনি এক বন্ধুকে ফোন করে বলেন, তিনি শারীরিকভাবে অসুস্থ। কিন্তু কেউই আঁচ করতে পারেননি, তিনি কতটা মানসিকভাবে ভেঙে পড়েছেন।
এর কিছুক্ষণের মধ্যেই সৌরভ শ্রীরাম ক্লাব টাউনের একটি বহুতলের ছাদে উঠে ঝাঁপ দেন। স্থানীয় বাসিন্দারা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রেমঘটিত মানসিক চাপেই চরম সিদ্ধান্ত?
পুলিশের প্রাথমিক অনুমান, সৌরভ কিছুদিন ধরেই সম্পর্কঘটিত মানসিক চাপে ভুগছিলেন। প্রেমে প্রত্যাখ্যান হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলেই মনে করা হচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বন্ধু-বান্ধবীদের।