২০১৩ সালে সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে গ্রেফতার হয়েছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন (Sudipta Sen) ও তাঁর সহযোগী দেবযানী মুখোপাধ্যায়। দীর্ঘ ১২ বছর পর, ২০২৫ সালে সেই মামলার প্রথম রায় দিল আদালত। আজ, মঙ্গলবার বড় স্বস্তি পেলেন তাঁরা (Sudipta Sen) । তিনটি মামলায় বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে সুদীপ্ত ও দেবযানীর।
কলকাতার হেয়ার স্ট্রিট থানায় ২০১৩ সালে এই মামলা দায়ের করেছিল রাজ্য সরকার। তিনজন আমানতকারীর অভিযোগের ভিত্তিতে মামলাটি হয়েছিল (Sudipta Sen) । সেই মামলার শুনানি চলছিল ১১ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিধিশ্রীর আদালতে। মঙ্গলবার বিচারক রায় দেন, অভিযোগের পক্ষে প্রমাণ মেলেনি। ৫০ জন সাক্ষীর নাম তালিকাভুক্ত থাকলেও মাত্র ১৫ জন সাক্ষ্য দেন। তাঁদের বয়ানে প্রতারণা বা জালিয়াতির প্রমাণ পাওয়া যায়নি। তাই আদালত দুজনকেই বেকসুর খালাস করে।
তবে আপাতত জেল থেকে মুক্তি পাচ্ছেন না সুদীপ্ত (Sudipta Sen) ও দেবযানী। কারণ তাঁদের বিরুদ্ধে এখনও ২৫০টির মতো মামলা চলছে। এর মধ্যে ২১৪টি মামলায় জামিন মিললেও বাকিগুলিতে জামিন পাননি তাঁরা। তাই বেকসুর খালাস হলেও দুজনকেই জেলেই থাকতে হবে। বর্তমানে দেবযানী রয়েছেন দমদম সেন্ট্রাল জেলে আর সুদীপ্ত প্রেসিডেন্সি জেলে।
২০১৩ সালের ২৩ এপ্রিল জম্মু-কাশ্মীরের শোনমার্গ থেকে একসঙ্গে গ্রেফতার হয়েছিলেন তাঁরা। গ্রেফতারের পর জেলে থাকাকালীন তাঁদের একসঙ্গে জেরা করা হয়েছিল। সেই সময় এক পর্যায়ে সুদীপ্ত সেন অভিযোগ করেছিলেন, দেবযানী নাকি জোর করে তাঁর কাছ থেকে টাকা নিয়েছিলেন।