জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত তিন বাঙালি পর্যটকের পরিবার পিছু এককালীন ১০ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে, এই টাকা নিহতদের স্ত্রী ও জীবিত বাবা-মায়ের মধ্যে সমান ভাগে ভাগ করা হবে (Mamata Banerjee)। পহেলগাঁও হামলায় নিহত তিন বাঙালি পর্যটক হলেন — কলকাতার বিতান অধিকারী, সমীর গুহ এবং পুরুলিয়ার ঝালদার মণীশ রঞ্জন মিশ্র। তাঁদের প্রত্যেকের পরিবারকে রাজ্যের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে (Mamata Banerjee)।
নিহতদের ক্ষেত্রে যাঁদের বৃদ্ধ বাবা-মা জীবিত রয়েছেন, তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে – মোট ১০ লক্ষ টাকার মধ্যে ৫ লক্ষ দেওয়া হবে বাবা-মাকে এবং বাকি ৫ লক্ষ দেওয়া হবে নিহতের স্ত্রীকে।
বিশেষ করে, কর্মসূত্রে ফ্লোরিডায় বসবাসকারী বিতান অধিকারীর বাবা-মায়ের জন্য মাসিক ১০ হাজার টাকা করে পেনশনের ব্যবস্থাও করেছে রাজ্য সরকার। তাঁদের চিকিৎসার সমস্ত খরচও ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের আওতায় এনে বহন করবে রাজ্য।
এছাড়াও, পহেলগাঁও হামলার পরে সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন বাংলার সাহসী জওয়ান ঝন্টু শেখ। তাঁর পরিবারের জন্যও ঘোষণা করা হয়েছে এককালীন ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা। পাশাপাশি, নিয়ম মেনে শহিদের স্ত্রীকে সরকারি চাকরির সুযোগও দেওয়া হবে। ঝন্টুর স্ত্রীর সঙ্গে ফোনে সরাসরি কথা বলে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।