অবিশ্বাস্য চিকিৎসা সফলতা দেখাল কলকাতার এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital)। অন্তঃসত্ত্বা অবস্থায় হার্ট বন্ধ করে সফল অস্ত্রোপচার করে নজির গড়লেন চিকিৎসকরা। পাঁচ মাসের গর্ভে থাকা ভ্রূণের প্রাণ বাঁচিয়ে দিলেন সরকারি হাসপাতালের কার্ডিওথোরাসিক সার্জারি (CTVS) বিভাগ।
কোচবিহারের বাসিন্দা ২১ বছরের জবা বর্মণ গত সেপ্টেম্বর মাসে তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত হন। চিকিৎসার পর জানা যায়, তিনি ‘র্যাপচার্ড সাইনাস অফ ভালসালভা’ (Ruptured Sinus of Valsalva) নামে বিরল ও মারাত্মক হার্টের রোগে আক্রান্ত। এই অবস্থায় হৃদযন্ত্রের একটি অংশ ফেটে গিয়ে রক্ত হৃৎপিণ্ডের ডান প্রকোষ্ঠে প্রবাহিত হতে থাকে, যা প্রায়ই প্রাণঘাতী হয়।
গর্ভবতী অবস্থায় এই অপারেশন করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। চিকিৎসকদের (SSKM Hospital) আশঙ্কা ছিল, হৃদপিণ্ড-ফুসফুস যন্ত্র (Heart-Lung Machine) ব্যবহার করে সার্জারি করলে ভ্রূণের মৃত্যুর সম্ভাবনা ৯০ শতাংশেরও বেশি। মায়েরও প্রাণ সংশয় ছিল। তবুও চিকিৎসকরা হাল ছাড়েননি।
এসএসকেএমের (SSKM Hospital) কার্ডিওলজি, স্ত্রীরোগ, অ্যানাস্থেসিয়া, পারফিউশন ও নার্সিং বিভাগের ১৪ জন বিশেষজ্ঞকে নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বৃহস্পতিবার ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচারের পর মা ও গর্ভস্থ সন্তান দুজনেই সুস্থ আছেন।
জবার স্বামী নিতাই বর্মণ বলেন, “ডাক্তাররা সত্যিই অসাধারণ কাজ করেছেন। আমরা আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এখন স্ত্রী ও সন্তান দুজনেই ভালো আছে।”
কার্ডিওথোরাসিক প্রফেসর ডা. শুভেন্দু শেখর মহাপাত্র জানান, “রোগীর জন্ডিস, রক্তস্বল্পতা ও সেপসিস থাকায় পরিস্থিতি জটিল ছিল। কিন্তু টিমওয়ার্ক ও ধৈর্যের ফলে এই সফলতা সম্ভব হয়েছে। মা ও সন্তান দুজনেই এখন নিরাপদ।”
এই নজিরবিহীন সাফল্যে গর্বিত এসএসকেএম হাসপাতাল ও রাজ্যের চিকিৎসা মহল। সরকারি চিকিৎসা ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা আরও একবার দৃঢ় করল এই ঘটনা।