শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পর এবার এসএসসির ওয়েটিং লিস্ট বিতর্কে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। এসএসসি নিয়োগ নিয়ে বাম ও বিজেপিকে একযোগে আক্রমণ শানান তিনি। বিশেষ করে নন্দীগ্রামের লক্ষ্মী তুঙ্গারের নাম দাগিদের তালিকায় কেন রয়েছে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন কল্যাণ (Kalyan Banerjee)।
এর আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দাবি করেছিলেন, দাগিদের চাকরি পাইয়ে দিতেই ২৬ হাজার চাকরি বাতিল হয়েছে। সোমবার সেই প্রসঙ্গ টেনেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বামেদের যে আইনজীবীরা এই মামলায় লড়াই করেছিলেন, তাঁরা নিজের মক্কেলদের কাউকেই চাকরি দিতে পারেননি। বরং অন্যদের চাকরি কেটে দেওয়াতেই তাঁরা বেশি সক্রিয় ছিলেন।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বলেন, সিপিএমের আইনজীবীরা দাগি প্রার্থীদের নাম সামনে এনে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন। তাঁদের মধ্যেই একজন হলেন লক্ষ্মী তুঙ্গা। যাঁকে নিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একসময় বারবার সরব হয়েছিলেন। অথচ এখন সেই লক্ষ্মী তুঙ্গার নামই দাগিদের তালিকায় রয়েছে। এমন আরও অনেক নাম রয়েছে বলেও দাবি করেন কল্যাণ। তাঁর বক্তব্য, সিপিএমের আইনজীবীরা যাঁদের নিয়ে মামলা করেছিলেন, তাঁরাই এখন দাগি হিসেবে চিহ্নিত হচ্ছেন। বিষয়টি অত্যন্ত কৌতূহলজনক।
তিনি আরও বলেন, ওই আইনজীবীরা নিজের মক্কেলদের একজনেরও চাকরি নিশ্চিত করতে পারেননি। শুধু অন্যের চাকরি বাতিল করতেই তৎপর ছিলেন। তাঁদের আচরণকে ‘অতৃপ্ত আত্মা’-র সঙ্গে তুলনা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, ২০২৫ সালের এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হতেই একাংশ চাকরিপ্রার্থী আদালতের দ্বারস্থ হন। সেই মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, ২০১৬ সালের ওয়েটিং লিস্টে থাকা দাগি প্রার্থীদের নাম প্রকাশ করতে হবে। যাতে নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনওভাবেই দাগি প্রার্থীরা সুযোগ না পান।
হাইকোর্টের সেই নির্দেশ মেনেই এসএসসি বুধবার শিক্ষাকর্মী এবং নবম-দশম শ্রেণির শিক্ষক পদে ২০১৬ সালের ওয়েটিং লিস্টে থাকা দাগি প্রার্থীদের নাম নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে। সেই তালিকাতেই উঠে আসে নন্দীগ্রামের লক্ষ্মী তুঙ্গারের নাম। অথচ এই লক্ষ্মী তুঙ্গাই একসময় ২০১৬ সালের নিয়োগের বৈধতা নিয়ে আদালতে মামলা করেছিলেন। এবার তাঁর নাম দাগিদের তালিকায় থাকতেই নতুন করে রাজনৈতিক ও আইনি বিতর্ক শুরু হয়েছে।











