অপেক্ষার অবসান ঘটতে চলেছে রাজ্যের লক্ষাধিক চাকরিপ্রার্থীর। অবশেষে নির্দিষ্ট তারিখ ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন (SSC Result)। নভেম্বরের ৭ তারিখের মধ্যেই প্রকাশ পেতে চলেছে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল। এসএসসি সূত্রে খবর, ফল প্রকাশের পরপরই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশও রয়েছে আদালতের তরফে (SSC Result)।
মোট ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদে শিক্ষক নিয়োগের লক্ষ্যে এগোচ্ছে কমিশন (SSC Result)। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির পাশাপাশি শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়াও চলবে একসঙ্গে। এসএসসি ইতিমধ্যেই জানিয়েছে, ৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে শিক্ষাকর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া, যা চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। এই ক্ষেত্রে পুরনো শিক্ষাকর্মীদের অভিজ্ঞতার জন্য অতিরিক্ত ৫ নম্বর বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন (SSC Result)।
উল্লেখ্য, রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে যে দীর্ঘ আইনি টানাপোড়েন চলছিল (SSC Result), তার প্রেক্ষিতেই এবার এই নতুন নিয়োগ প্রক্রিয়া। ২০১৬ সালের এসএসসি পরীক্ষা ঘিরে ওঠে একাধিক অনিয়মের অভিযোগ। আদালতে মামলা চলতে চলতে শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। সেই ঘটনার পর থেকেই রাজ্যে শিক্ষক নিয়োগ কার্যত থমকে ছিল।
আদালতের নির্দেশে ফের শুরু হয় নিয়োগ প্রক্রিয়া (SSC Result)। হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দেয়— ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে সমস্ত নিয়োগ। সেই অনুযায়ী পুরোদমে চলছে এসএসসি-র প্রস্তুতি। ইতিমধ্যেই সেপ্টেম্বর মাসে হয়েছিল লিখিত পরীক্ষা। ৭ সেপ্টেম্বর নবম-দশম শ্রেণির জন্য এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশের জন্য অনুষ্ঠিত হয় পরীক্ষা। নবম-দশমে অংশ নেন প্রায় ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন প্রার্থী, আর একাদশ-দ্বাদশ স্তরে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৪৬ হাজার।
পরীক্ষার পরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, “পুজোর পরেই প্রকাশিত হবে ফলাফল।” যদিও সেদিন সুনির্দিষ্ট তারিখ জানানো হয়নি, এবার তা স্থির হয়েছে— ৭ নভেম্বরের মধ্যেই ফল প্রকাশ করবে এসএসসি।
সূত্রের খবর, ফল প্রকাশের পর প্রতিটি জেলা অনুযায়ী ইন্টারভিউ ও ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে। কমিশনের লক্ষ্য, ডিসেম্বরের মধ্যেই নিয়োগপত্র হাতে তুলে দেওয়া। কারণ আদালতের স্পষ্ট নির্দেশ— সময়সীমা মানতেই হবে।
রাজ্যের শিক্ষাক্ষেত্রে এই নিয়োগ কার্যত নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। একদিকে পুরনো নিয়োগ বাতিলের হতাশা, অন্যদিকে নতুন নিয়োগের আশায় চোখ রাখছেন কয়েক লক্ষ প্রার্থী। আগামী ৭ নভেম্বরের ফলপ্রকাশ ঘিরে রাজ্য জুড়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে।












