স্কুল সার্ভিস কমিশনের (SSC) নতুন নিয়োগ বিধিকে ঘিরে ফের উত্তাল রাজ্য রাজনীতি। এবার কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন একাংশ চাকরিপ্রার্থী। তাঁরা স্পেশাল লিভ পিটিশন (SLP) দায়ের করেছেন। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হতে পারে আগামী সপ্তাহেই।
বিতর্কের কেন্দ্রে রয়েছে এসএসসি-র (SSC) নতুন নিয়োগ নীতি, যেখানে বলা হয়েছে—সরকারি ও সরকার-সাহায্যপ্রাপ্ত স্কুলে পূর্বে কর্মরত প্রার্থীদের ১০ নম্বর অতিরিক্ত নম্বর দেওয়া হবে। সেই সঙ্গে বয়সে ছাড়েরও প্রস্তাব রাখা হয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ (বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস) এই নিয়মকে সম্প্রতি মান্যতা দেয়।
তবে এখানেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। কেননা, আগেই একই ডিভিশন বেঞ্চ ২৬ হাজার বাতিল চাকরির মামলায় চিহ্নিত অযোগ্যদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছিল। এবার সেই বেঞ্চই অভিজ্ঞ প্রার্থীদের সুবিধা দেওয়ার পক্ষে রায় দেওয়ায় অসন্তোষ ছড়িয়েছে চূড়ান্তভাবে। এই বৈষম্য নিয়েই এবার সরব হয়েছেন পরীক্ষার্থীদের একাংশ। তাঁদের অভিযোগ, এই সিদ্ধান্তের ফলে যোগ্য অথচ অভিজ্ঞতা-হীন অনেকেই পিছিয়ে পড়বেন। ফলে তাঁরা এই নির্দেশ চ্যালেঞ্জ করে পৌঁছে গিয়েছেন দেশের শীর্ষ আদালতে।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত ৩০ মে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এসএসসি। সেই অনুযায়ী, ১৬ জুন থেকে শুরু হয়েছিল অনলাইন আবেদন প্রক্রিয়া। আবেদনপত্র জমার শেষ দিন ছিল ১৪ জুলাই, পরে তা বাড়িয়ে করা হয় ২১ জুলাই পর্যন্ত।
এই পরিস্থিতিতে আগামিকাল থেকে SSC-এর নিয়োগ প্রক্রিয়া আরও একবার আইনি লড়াইয়ের মুখে পড়তে চলেছে বলেই আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল।