দিনভর টালবাহানার পর অবশেষে প্রকাশিত হল এসএসসি-র অযোগ্য শিক্ষকদের (SSC Scam) তালিকা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই শনিবার রাতেই সেই তালিকা জনসমক্ষে আনা হয়। শুরুতে বলা হয়েছিল তালিকায় ১,৮০৩ জনের নাম থাকবে। কিন্তু তালিকা প্রকাশ হতেই দেখা গেল নামের সংখ্যা ১,৮০৪ (SSC Scam)।
প্রকাশিত তালিকায় প্রতিটি অযোগ্য প্রার্থীর (SSC Scam) পরীক্ষার রোল নম্বর দেওয়া হয়েছে, তবে তাঁরা কোন স্কুলে চাকরি করতেন তা উল্লেখ নেই। তালিকায় নবম, দশম, একাদশ বা দ্বাদশ—কোন শ্রেণির শিক্ষক, সেই বিভাজনও করা হয়নি (SSC Scam)। অন্যদিকে খবর এসেছে, যেসব অযোগ্য প্রার্থী আবার নতুন পরীক্ষার জন্য আবেদন করেছিলেন, তাঁদের অ্যাডমিট কার্ড ইতিমধ্যেই বাতিল করা হচ্ছে।
তালিকায় অনেক তৃণমূল নেতা ও ঘনিষ্ঠদের নাম উঠে এসেছে। নাম আছে কুহেলী ঘোষের, যিনি রাজপুর-সোনারপুরের তিনবারের তৃণমূল কাউন্সিলর। রয়েছেন প্রিয়ঙ্কা মণ্ডল নামে এক মহিলা, যিনি তৃণমূল নেতৃত্বের ঘনিষ্ঠ বলে জানা গেছে। নাম আছে পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের জলচক অঞ্চলের তৃণমূল সভাপতি অজয় মাঝিরও। এমনকি এক বিধায়কের আত্মীয়র নামও পাওয়া গেছে এই তালিকায়।
চাকরিহারা শিক্ষকরা আবারও প্রশ্ন তুলেছেন। চিন্ময় মণ্ডল বলেন, “এই নামগুলো তো আমরা আগেই জানতাম। বারবার বলেছিলাম লিস্টটা যেন ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আজকে যখন পরীক্ষা শুরু হয়ে গেছে তখন আর উপায় না পেয়ে ওরা তালিকা বের করল। এখন জানলাম এরা পরীক্ষায় বসতে পারবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে—যাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছিল, সেই যোগ্যদের চাকরি ফেরত আসবে তো?”