Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • এসএসসি কাণ্ডে ভূমিকম্প! তৃণমূল বিধায়কের পুত্রবধূর নাম অযোগ্যদের তালিকায়
রাজ্য

এসএসসি কাণ্ডে ভূমিকম্প! তৃণমূল বিধায়কের পুত্রবধূর নাম অযোগ্যদের তালিকায়

ssc bhawan
Email :6

সুপ্রিম কোর্টের নির্দেশে শেষমেশ প্রকাশ্যে এল এসএসসি নিয়োগ দুর্নীতির (SSC Scam) অযোগ্যদের তালিকা। আদালত বলেছিল, সাত দিনের মধ্যে নাম প্রকাশ করতে হবে। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করেছিলেন—৩০ অগস্টের মধ্যেই তালিকা দেবে কমিশন। ঠিক সেই অনুযায়ী শনিবার রাতে এসএসসি তাদের ওয়েবসাইটে তালিকা (SSC Scam) প্রকাশ করে। আর তালিকা বেরোতেই শুরু হয়েছে রাজনৈতিক ভূমিকম্প।

প্রকাশিত তালিকায় শাসকদলের একাধিক হেভিওয়েট নেতার ঘনিষ্ঠদের নাম ধরা পড়েছে (SSC Scam)। দেখা যাচ্ছে, পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম তালিকার ১২৬৯ নম্বরে রয়েছে (SSC Scam)। জানা গেছে, তিনি নৈহাটির একটি স্কুলে কর্মরত। শুধু তাই নয়, রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ সামসুদ্দিন আহমেদ-এর নামও ধরা পড়েছে এই কালো তালিকায়। উল্লেখযোগ্য বিষয়, সামসুদ্দিনের স্ত্রী আবার জেলা পরিষদের সদস্য।

তালিকা প্রকাশ হতেই চাকরি হারানো শিক্ষক চিন্ময় মণ্ডল তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “আমরা আগেই এই নামগুলো জানতাম। বহুবার চেয়েছিলাম, যেন কমিশন ওয়েবসাইটে এই লিস্ট প্রকাশ করে। বিকাশ ভবনে গিয়েও জানিয়েছি। বলেছিলাম, কারা দাগি প্রার্থী আমরা জানি। কিন্তু এতদিন কমিশন চাপা দিয়ে রেখেছিল। এখন যখন নতুন পরীক্ষা হচ্ছে, তখন আর উপায় না দেখে তালিকা বের করেছে। হ্যাঁ, এখন আমরা জানলাম এরা পরীক্ষায় বসতে পারবে না। কিন্তু আমাদের প্রশ্ন—আমাদের চাকরি কি ফেরত আসবে?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts