রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) জড়িয়ে থাকা অযোগ্য প্রার্থীদের প্রতি ফের কঠোর অবস্থান নিল সুপ্রিম কোর্ট। বুধবার শীর্ষ আদালতের স্পষ্ট মন্তব্য— “এখন দেওয়ালে মাথা ঠুকলেও কোনও লাভ হবে না।” অর্থাৎ, নিয়োগ পরীক্ষায় অযোগ্য ঘোষিতদের জন্য আর কোনও সুযোগ নেই।
এসএসসি দুর্নীতি মামলায় (SSC Scam) দীর্ঘদিন ধরেই মামলা চলছিল সুপ্রিম কোর্টে। সেই মামলাতেই আদালত আগেই এসএসসি প্যানেল বাতিল করে দিয়েছিল। ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়। আদালতের নির্দেশ ছিল— নতুন পরীক্ষা নিয়ে যোগ্য প্রার্থীদের নিয়োগ দিতে হবে। সেই নির্দেশ মেনেই কমিশন বিজ্ঞপ্তি জারি করে ইতিমধ্যেই নতুন করে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেছে। এখন অপেক্ষা শুধু ফলাফলের। নভেম্বরের প্রথম সপ্তাহেই প্রকাশ হতে পারে সেই পরীক্ষার ফল (SSC Scam) ।
কিন্তু ফলপ্রকাশের আগেই অযোগ্য প্রার্থীরা (SSC Scam) ফের আদালতের দ্বারস্থ হন। তাঁরা আবেদন জানান, তাঁদের আবেদনপত্রগুলি ফের বিবেচনা করার জন্য। সেই আবেদনই বুধবার খারিজ করে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চ।
আদালতের পর্যবেক্ষণ ছিল তীক্ষ্ণ ও স্পষ্ট। বিচারপতিরা বলেন, “অযোগ্যদের তালিকা আমরা করিনি, সিবিআই দিয়েছে। এখন পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। কিছু করার আর সুযোগ নেই। আপনারা চাইলে দেওয়ালে মাথা ঠুকতে পারেন, তাতেও কোনও ফল হবে না।”
এই মন্তব্যের পর আদালত কক্ষে একেবারে নিস্তব্ধতা নেমে আসে। পর্যবেক্ষণের মাধ্যমে আদালত জানিয়ে দিল— নিয়োগ প্রক্রিয়া শেষের দিকে, অযোগ্যদের আর ফিরিয়ে আনার প্রশ্নই নেই।
সুপ্রিম কোর্টের এই রায় কার্যত রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার (SSC Scam) একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিল। কারণ, অযোগ্যদের আবেদন খারিজ হওয়ায় এবার নিয়োগের রাস্তা আরও মসৃণ হতে পারে বলে মনে করছেন শিক্ষামহলের একাংশ।
প্রসঙ্গত, রাজ্যের এসএসসি নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ একাধিক বড় নেতাকে গ্রেফতার করেছে ইডি ও সিবিআই। আদালতের পর্যবেক্ষণ স্পষ্ট— এই নিয়োগ প্রক্রিয়ায় আর কোনও বেআইনি প্রার্থী ঢোকার সুযোগ নেই।
নভেম্বরের শুরুতেই প্রকাশ পেতে চলেছে নতুন পরীক্ষার ফলাফল। তাই এখন রাজ্যের হাজার হাজার পরীক্ষার্থীর চোখ কমিশনের দিকে।
সুপ্রিম কোর্টের এই মন্তব্যে ফের প্রমাণিত— অযোগ্য প্রার্থীদের জন্য নিয়োগের দরজা এখন চিরতরে বন্ধ। যোগ্যরাই পাবেন সুযোগ, আর বাকিদের ভাগ্যে রইল কেবল ‘দেওয়ালে মাথা ঠোকার’ আফসোস।











