Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • SSC Scam: ভাঙল পা, ছিঁড়ল জামা, ঝরল রক্ত! বিকাশ ভবনে শিক্ষকদের ওপর পুলিশের ‘অ্যাকশন’
রাজ্য

SSC Scam: ভাঙল পা, ছিঁড়ল জামা, ঝরল রক্ত! বিকাশ ভবনে শিক্ষকদের ওপর পুলিশের ‘অ্যাকশন’

Email :13

চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ ঘিরে বৃহস্পতিবার রণক্ষেত্রে (SSC Scam) পরিণত হল সল্টলেকের বিকাশ ভবন চত্বর। পুলিশের লাঠিচার্জ, ধস্তাধস্তি, রক্তারক্তি — শান্তিপূর্ণ আন্দোলন মুহূর্তে বদলে গেল সংঘর্ষে (SSC Scam) । একাধিক শিক্ষক-শিক্ষিকা আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

ABP আনন্দ ও TV9 বাংলা-র ক্যামেরায় ধরা পড়েছে পুলিশের হেলমেট, সাইরেন আর লাঠি নিয়ে তাণ্ডব চালানোর চিত্র। অবস্থানরত আন্দোলনকারীদের সরাতে পুলিশ আচমকা অভিযান চালায়। অভিযোগ, একাধিক মহিলা শিক্ষককেও শারীরিকভাবে হেনস্থা করেছেন পুরুষ পুলিশকর্মীরা। কেউ বলছেন, পা ভেঙে গেছে, কারও জামা ছিঁড়েছে, রক্তাক্ত অবস্থায় অনেককে উদ্ধার করতে হয়েছে।

চাকরিহারা শিক্ষকদের বক্তব্য, “আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলাম। পুলিশ আচমকা সাইরেন বাজিয়ে হামলা চালায়। পুরুষ পুলিশরা গায়ে হাত তোলে মহিলা আন্দোলনকারীদের। আমাদের কোনও অপরাধ নেই, শুধু চাই ন্যায্য অধিকার।”

এর আগে সকালেও উত্তেজনা ছড়ায়, যখন চাকরিহারা শিক্ষকরা বিকাশ ভবনের মেন গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন ঘটনাস্থলে উপস্থিত হন তৃণমূল নেতা ও বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। আন্দোলনকারীরা তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু করলে উত্তপ্ত হয়ে ওঠেন তিনিও। অভিযোগ, তাঁর অনুগামীরা সাংবাদিকদের হেনস্থা করেন এবং আন্দোলনকারীদের মারধর করেন।

চাকরিহারা আন্দোলনকারীদের একাংশ জানান, “নেতা-মন্ত্রী ধরে ঘুষ দিয়ে চাকরি পাইনি, তাহলে কেন আবার বার বার পরীক্ষা দিতে হবে যোগ্যতা প্রমাণে?” তাঁদের দাবি, বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। স্লোগান ওঠে — “We Want Justice!”

দিনভর বিক্ষোভ ও পুলিশের ‘অ্যাকশন’ ঘিরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে বিকাশ ভবন এলাকা। সন্ধ্যার দিকে শুরু হয় বসে পড়া অবস্থান। আন্দোলনকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, চাকরি না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবেই।

এই ঘটনার পর রাজনৈতিক মহল এবং নাগরিক সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, অন্যদিকে ফের একবার শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে জনরোষ নতুন মাত্রা পেল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts