Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • SSC Scam: বের হল না যোগ্য-অযোগ্যদের তালিকা! আচার্য সদনের সামনে তুমুল বিক্ষোভ চাকরিহারাদের
রাজ্য

SSC Scam: বের হল না যোগ্য-অযোগ্যদের তালিকা! আচার্য সদনের সামনে তুমুল বিক্ষোভ চাকরিহারাদের

Email :13

স্কুল সার্ভিস কমিশনের তালিকা প্রকাশ ঘিরে ফের চরমে উত্তেজনা (SSC Scam)। সোমবার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের কথা থাকলেও, রাত ৯টা পেরিয়ে গেলেও তা প্রকাশিত হয়নি (SSC Scam)। ফলে এসএসসি ভবনের (SSC Scam) বাইরে ক্ষোভে ফেটে পড়েন চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকারা।

চাকরিপ্রার্থীদের অভিযোগ, কমিশন শুধুমাত্র প্রথম তিনটি কাউন্সেলিংয়ের তালিকা প্রকাশ করতে চাইছে। তাঁদের প্রশ্ন— কেন বাকি কাউন্সেলিংয়ের প্রার্থীদের বাদ দেওয়া হচ্ছে?

এসএসসি ভবনে এদিন বিকেল সাড়ে চারটায় প্রতিনিধিদল বৈঠকে বসে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে। বৈঠক শেষে প্রতিনিধিদের দাবি, “কমিশন জানিয়েছে, আপাতত প্রথম তিনটি কাউন্সেলিংয়ের তালিকাই প্রকাশ করা হবে। তবে আমরাও স্পষ্ট করে দিয়েছি— সমস্ত যোগ্য প্রার্থীর তালিকা একসঙ্গে প্রকাশ করতেই হবে।”

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসি প্যানেল সম্পূর্ণ বাতিল হয়েছে। এতে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। যদিও যোগ্য প্রার্থীরা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন বলে নির্দেশ দেয় আদালত।

বিশেষজ্ঞদের মতে, এসএসসি যে তিনটি কাউন্সেলিংয়ের তালিকা প্রকাশ করতে চাইছে, তা মূলত প্যানেলের এক বছরের মেয়াদে হওয়া কাউন্সেলিং। পরে যেসব কাউন্সেলিং হয়েছে, সেগুলি প্রকাশে কমিশন আপাতত পিছিয়ে রয়েছে।

চাকরি হারানোদের দাবি, এই সিদ্ধান্ত মোটেই গ্রহণযোগ্য নয়। তাঁদের কথায়, “প্রথম তিন কাউন্সেলিংয়েও অযোগ্যদের নাম রয়েছে।” তাই তারা কমিশনের কাছে সময়সীমা বেঁধে দিয়েছে— ২-৩ দিনের মধ্যে সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে।

SSC সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে কমিশন আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছে। এখন দেখার, কমিশন কবে এবং কতগুলি কাউন্সেলিংয়ের তালিকা প্রকাশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts