অনেক প্রতীক্ষার পর শনিবার রাতেই প্রকাশ পেল স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) অযোগ্যদের তালিকা (SSC Scam)। এই তালিকায় রয়েছে মোট ১৮০৬ জনের নাম, যেখানে শাসকদলের অনেক নেতা, নেত্রী এবং তাঁদের ঘনিষ্ঠরাও আছে।
তবে প্রশ্ন উঠছে, এই তালিকা কি সত্যিই শেষ? আরও কতজন ‘অযোগ্য’ আছেন যাদের নাম তালিকায় নেই (SSC Scam)? এই প্রশ্ন ঘিরেই আবারও আদালতের দ্বারস্থ হতে চলেছে একাংশ চাকরিপ্রার্থী।
আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, প্রকাশিত তালিকাটি সম্পূর্ণ নয়। তাঁর দাবি, তালিকার বাইরে আরও অনেকেই বেআইনিভাবে চাকরি পেয়েছেন (SSC Scam)।
এসএসসি পূর্বে সুপ্রিম কোর্টে জানিয়েছিল, ওএমআর জালিয়াতি এবং র্যাঙ্ক জাম্পের অভিযোগে নবম-দশম শ্রেণিতে ৯৯৩ জন (SSC Scam), একাদশ-দ্বাদশ শ্রেণিতে ৮১০ জনকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু শনিবার প্রকাশিত তালিকাটি মূলত এই অভিযোগের ভিত্তিতেই তৈরি। এর বাইরে আরও অনেক বেআইনি নিয়োগ হয়েছে বলে অভিযোগ আছে।
ফিরদৌস শামিমের দাবি, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যারা চাকরি পেয়েছেন, তাঁরা ও বেআইনি নিয়োগপ্রাপ্ত (SSC Scam)। প্যানেলের মেয়াদ সাধারণত এক বছর, তৃতীয় কাউন্সেলিং-এ নিয়োগ সম্পূর্ণ বেআইনি হয়েছে। এছাড়া, ২০১৬ সালে যারা প্যানেলে নাম ছিলেন না বা সুপারিশ পাননি, তাঁরা নিয়োগপত্র পেয়েছেন।
আইনজীবী শামিম জানান, এসএসসি ১১,৬১০ জনকে সুপারিশ করেছিল, কিন্তু নিয়োগ পেয়েছে ১২,৯৬৪ জন। তাই এই তালিকায় আরও অনেক নাম থাকা উচিত বলে দাবি আইনজীবীদের।
এসএসসি এখনও এই দাবির প্রতি কোনো প্রতিক্রিয়া দেয়নি, তবে চূড়ান্ত তালিকার বাইরে আরও অনেক ‘অযোগ্য’ থাকায় মামলা বা আদালতের পথে যাওয়ার সম্ভাবনা বেড়ে গেছে।