ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে কেন্দ্রের ‘অপারেশন সিঁদুর’ সংক্রান্ত দাবিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (Sougata Roy)। তাঁর (Sougata Roy) মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা এবং শাসক তৃণমূল কংগ্রেসও পড়তে পারে অস্বস্তিতে। কোনও যুদ্ধই হয়নি বলে তিনি (Sougata Roy) বিতর্কিত মন্তব্য করেন।
সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে সৌগত রায় বলেন, “এই যে যুদ্ধটা হল, এটা যুদ্ধই নয়। ব্যাপারটা প্রায় হাস্যকর হয়ে উঠেছে। কয়েকটি এরিয়াল ভেহিকেল, ড্রোন এদিক-ওদিক গিয়েছে, কিছু মিসাইল ছোড়া হয়েছে। কিন্তু কোনও বড় ধরনের ক্ষতি বা সাফল্যের প্রমাণ নেই।”
তিনি আরও প্রশ্ন তোলেন, “কোথায় জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে? যদি হয়ে থাকে, কেন্দ্রীয় সরকার সেই প্রমাণ জনসমক্ষে আনুক।”
এই বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। কারণ, যেখানে তৃণমূল কংগ্রেস নিজেই বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে আহ্বান জানিয়েছে, সেখানে দলের এক প্রবীণ সাংসদের এমন মন্তব্য স্ববিরোধী বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রসঙ্গত, সৌগত রায় এর আগেও একাধিক আঞ্চলিক এবং রাজনৈতিক ইস্যুতে বিতর্কিত মন্তব্য করেছেন। তবে এবার জাতীয় নিরাপত্তা ও সেনা অভিযানের বিষয় নিয়ে তাঁর প্রকাশ্য বক্তব্য দলকে বিব্রত করতে পারে বলেই মনে করা হচ্ছে।
তবে দলের তরফে এই মন্তব্যের বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।