রাজ্যে একের পর এক অস্বস্তিকর ঘটনা। SIR ঘোষণার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে জনমানসে। আগরপাড়ার প্রদীপ করের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের উত্তরবঙ্গে SIR আতঙ্কে বিষপানের ঘটনা সামনে এল। দিনহাটার এক ব্যক্তি নিজের নামের বানান ভোটার তালিকায় ভুল থাকায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
সূত্রের খবর, ওই ব্যক্তির নাম ২০০২ সালের তালিকার সঙ্গে ২০২৫ সালের তালিকায় মেলেনি (SIR)। একটি অক্ষর কম থাকায় প্রশাসনিক ঝামেলায় পড়বেন ভেবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। পরিবারের দাবি, এই নামের গড়মিলই মানসিক চাপে ফেলেছিল তাঁকে। দিনহাটার স্থানীয়রা জানিয়েছেন, সকাল থেকে তিনি চুপচাপ ছিলেন, এমনকি নিয়ম মতো নামাজ পড়তেও যাননি। পরে বিষ খেয়ে পড়ে থাকতে দেখা যায় তাঁকে। হাসপাতালের শয্যায় শুয়ে তিনি বলেন, “আমার নামের বানান ভুল এসেছে ভোটার লিস্টে। ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবছিলাম, এ থেকে মরে যাওয়াই ভাল।”
ঘটনাটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বুধবার ভার্চুয়ালি রাজ্যের বিভিন্ন জায়গায় জগদ্ধাত্রী পূজা উদ্বোধনের সময় দিনহাটার নাম উঠতেই মুখ্যমন্ত্রী বলেন, “দিনহাটায় একজন বিষ খেয়েছে বলে শুনেছি (SIR)। উদয়ন, তুমি ফিরে গিয়ে ওঁর বাড়ি গিয়ে দেখবে।” তাঁর নির্দেশে স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছে।
অন্যদিকে আগরপাড়ায় প্রদীপ করের মৃত্যুর পর রাজনীতি আরও গরম । বুধবার সকালেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) পৌঁছন আগরপাড়ায় মৃত প্রদীপ করের বাড়িতে। তাঁর পাশে দাঁড়িয়ে অভিষেক বলেন, “SIR শুরুর পর থেকে আমি রাস্তায় থাকব। বাংলার মানুষ ভয় পাবেন না। কেউ আপনাদের কিছু করতে পারবে না।” তাঁর দাবি, কেন্দ্রের এই প্রকল্প সাধারণ মানুষের মনে ভয় ছড়াতে চাইছে, কিন্তু তৃণমূল তাদের পাশে আছে।
রাজনৈতিক মহলের মতে, পরপর এই আত্মহত্যার ঘটনা রাজ্যে SIR ইস্যুকে নতুন মাত্রা দিচ্ছে। মানুষের মনে ভয়, বিভ্রান্তি এবং প্রশাসনের ভূমিকা— সব মিলিয়ে তীব্র উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর দ্রুত প্রতিক্রিয়া ও অভিষেকের সরব অবস্থান থেকে স্পষ্ট, তৃণমূল এখন সরাসরি রাস্তায় নামছে এই আতঙ্কের বিরুদ্ধে।











