Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • SIR ইস্যুতে তুঙ্গে রাজনৈতিক লড়াই—নবান্নের এই চিঠিই বদলে দিল খেলার মোড়
রাজ্য

SIR ইস্যুতে তুঙ্গে রাজনৈতিক লড়াই—নবান্নের এই চিঠিই বদলে দিল খেলার মোড়

nabanna
Email :7

নির্বাচন কমিশন ও নবান্নের টানাপোড়েন আরও তীব্র! বিহারের মতো বাংলায় কি এবারও হবে ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)? সূত্রের খবর, রাজ্যের তরফে কার্যত স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে—এখনই নয়! শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো এক চিঠিতে মুখ্যসচিব মনোজ পন্থ স্পষ্ট করে লিখেছেন, রাজ্য বর্তমানে SIR-এর জন্য প্রস্তুত নয়। তাঁর দাবি, ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষা বা পরিমার্জনের জন্য ন্যূনতম দু’বছর সময় প্রয়োজন, তাই এই মুহূর্তে তা সম্ভব নয়।

এই অবস্থান একেবারে উল্টো সুরে আগেই শোনা গিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দফতরের কাছ থেকে। তারা কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছিল যে বাংলা প্রস্তুত SIR-এর জন্য। কিন্তু এবার সেই অবস্থানকে প্রায় অগ্রাহ্য করে নবান্ন সরাসরি জানিয়ে দিল—এখনই SIR নয়। মুখ্যসচিবের পাঠানো চিঠিতে নাকি ক্ষোভও প্রকাশ পেয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, কেন রাজ্যের সঙ্গে আলোচনা না করেই সিইও দফতর কমিশনকে সেই চিঠি পাঠাল?

বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে উত্তেজনা । বিজেপি রাজ্যের এই সিদ্ধান্তকে সহজভাবে দেখছে না। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সরাসরি অভিযোগ করে বলেছেন, “সবকিছু পরিষ্কার—এই সরকার SIR আটকাতে মরিয়া। কারণ, ভোটার তালিকার নিবিড় পরিমার্জন হলে রোহিঙ্গাদের ভোটে জেতার খেলা শেষ হয়ে যাবে। কমিশন অবশ্যই দেশের সার্বভৌমত্ব রক্ষায় পদক্ষেপ নেবে। SIR ছাড়া নির্বাচনে যাবে না বিজেপি।”

অন্যদিকে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী অভিযোগ তুলেছেন, “SIR নিয়ে প্রহসন চলছে। রাহুল গান্ধী তথ্য দিয়ে ভোট চুরির প্রমাণ দেখিয়েছেন, আগে নির্বাচন কমিশন সেগুলোর জবাব দিক।”

উল্লেখ্য, বিহারে ভোটার তালিকা পরিমার্জন শেষ হওয়ার পর থেকেই নবান্ন ও নির্বাচন কমিশনের সংঘাত চরমে উঠেছে। কমিশন মুখ্যসচিবকে চিঠি দিয়ে রাজ্যের সিইও দফতরকে স্বতন্ত্র করার প্রস্তাব দেয়। এরপর থেকে একের পর এক বিতর্ক—বাংলার আধিকারিকদের সাসপেন্ড করা থেকে মুখ্যমন্ত্রীর প্রকাশ্য সমর্থন—সবই যোগ হয়েছে সংঘাতের অধ্যায়ে। আর এখন সেই তালিকায় যুক্ত হল রাজ্যের এই স্পষ্ট বার্তা—SIR হবে না এখনই।

ওয়াকিবহাল মহলের ধারণা, এই SIR ইস্যুকেই ঘিরে এই সংঘাতের শেষ অঙ্ক মঞ্চস্থ হবে। কিন্তু শেষ পর্যন্ত জিতবে কে—নবান্ন না নির্বাচন কমিশন—সেটিই এখন সবার নজরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts