বিহারে ভোটার তালিকা থেকে মৃত ও নিখোঁজদের বাদ দেওয়ার জন্য শুরু হওয়া ‘স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন’ বা SIR নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে আলোচনার ঝড় উঠেছে। এবার সেই ঝড় এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গেও। বাংলায় SIR চালুর ইঙ্গিত আরও জোরালো হয়ে উঠল কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশে। সূত্রের খবর, দিল্লি থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, গোটা দেশে এই বিশেষ নিবিড় সমীক্ষা চালু করা হবে, এবং প্রত্যেক রাজ্যকে অবিলম্বে প্রস্তুতি নিতে হবে।
নতুন নির্দেশ অনুযায়ী, প্রতিটি থানায় একজন করে BLO (ব্লক লেভেল অফিসার) এবং প্রতি ১০টি থানার জন্য একজন BLO সুপারভাইজার নিয়োগ করতে হবে। এর জন্য রাজ্যের বিভিন্ন দফতরের সরকারি কর্মীদের BLO হিসেবে নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত থাকবেন BLO-রা, যাঁরা এলাকায় এলাকার ভোটারদের তথ্য যাচাই করে তালিকা প্রস্তুত করবেন।
এদিকে রাজ্যে ইতিমধ্যেই নির্বাচন কমিশন ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করেছে। মোট ১০৯টি বিধানসভা কেন্দ্রের আপডেটেড তালিকা প্রকাশ পেয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল ওয়েবসাইটে। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া— এই জেলার বহু বিধানসভা কেন্দ্র ইতিমধ্যেই তালিকাভুক্ত হয়েছে।
এই তালিকায় যাঁদের নাম রয়েছে, আপাতত তাঁদের জন্য কিছুটা স্বস্তির খবর। তবে যাঁদের নাম অনুপস্থিত বা ভুল রয়েছে, তাঁদের জন্য সামনে আসতে চলেছে কঠোর যাচাই প্রক্রিয়া। ইতিমধ্যেই এই SIR প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। তবে কমিশনের তরফে স্পষ্ট করা হয়েছে, ভোটার তালিকা সর্বোচ্চ মানের এবং নির্ভুল করতে এই পদক্ষেপ জরুরি।
নির্বাচনের আগে বাংলায় SIR চালুর এই খবর নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এবং উত্তাপ ছড়াতে পারে রাজ্য রাজনীতিতে।