Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • ভোটার তালিকা সংশোধনের বড় পদক্ষেপ— বন্দিদের নাম বাদ পড়লে দায় জেলের
রাজ্য

ভোটার তালিকা সংশোধনের বড় পদক্ষেপ— বন্দিদের নাম বাদ পড়লে দায় জেলের

Email :3

রাজ্যের সংশোধনাগারগুলিতে বিচারাধীন বন্দিদের ভোটার তালিকার বিশেষ সমীক্ষা বা SIR নিয়ে বড় নির্দেশিকা জারি করল কারা দফতর। নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে, কোনও বন্দির নাম যেন কোনওভাবেই ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। যে বন্দির পরিবার SIR ফর্ম নিয়ে জেলে আসবেন, তাঁদের সবরকম সাহায্য করতে হবে। ফর্মপূরণ, সই করানো, যাচাই—সব দায়িত্বই নিতে হবে সংশ্লিষ্ট জেলের ওয়েলফেয়ার অফিসার ও আধিকারিকদের। কারা দফতরের এডিজি লক্ষ্মীনারায়ণ মিনা ইতিমধ্যেই এই নির্দেশিকা রাজ্যের সব সংশোধনাগারে পাঠিয়ে দিয়েছেন।

জানা গিয়েছে, রাজ্যের ৬২টি জেলে মোট প্রায় ২৫ হাজার বন্দি আছেন। তাদের মধ্যে বিচারাধীন বন্দিদের সংখ্যাই সবচেয়ে বেশি। বেশ কিছু জেলে ইতিমধ্যেই শুরু হয়েছে SIR ফর্ম জমা নেওয়ার কাজ। পরিবারের সদস্যরা নির্দিষ্ট দিনে দেখা করতে এলে তাঁদের হাত ধরে ফর্ম নিয়ে আসছেন, জেল কর্তৃপক্ষ তা বন্দিকে সই করিয়ে রেখে দিচ্ছেন। যাতে কোনও ভুল বা বাদ পড়া না হয়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।

জেলা সংশোধনাগারের সুপারিন্টেনডেন্ট গৌতম রায় জানিয়েছেন, শনিবার এডিজি-র পাঠানো নির্দেশে স্পষ্ট বলা হয়েছে—যদি কোনও বন্দির পরিবার SIR ফর্ম সই করাতে চান, জেল কর্তৃপক্ষ তা নিশ্চিত করবেন। আগে যাচাই করা হবে পরিবারের পরিচয়পত্র, বন্দির তথ্য এবং ফর্মের নথিভুক্তি। তারপর অনুমতি মিললেই বন্দিকে সই করানো হবে।

খবর পাওয়া গেছে, ২৫ হাজার বন্দির মধ্যে কয়েকশো বাংলাদেশিও আছেন। তাঁরা কোন সালে ভারতে এসেছেন, তাঁদের কাছে কোনও বৈধ পরিচয়পত্র আছে কি না—এসবও পরীক্ষা করা হচ্ছে। সংশোধনাগারগুলিতে সপ্তাহে একদিন বন্দিদের সঙ্গে দেখা করার নিয়ম অনুযায়ী, সেদিনই পরিবারের সদস্যরা এনুমারেশন ফর্ম জমা দিতে পারেন। ফর্ম জমা নেওয়ার পর তা সংরক্ষণ করে রাখছে জেল প্রশাসন।

SIR নিয়ে রাজ্যজুড়ে আতঙ্কের অভিযোগের মধ্যেই সংশোধনাগারগুলির এই বিশেষ নজরদারি আরও গুরুত্ব পাচ্ছে। যাতে কোনও বন্দির সাংবিধানিক অধিকার নষ্ট না হয়, সেই বিষয়েই তৎপর কারা দফতর।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts