Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বাংলায় মিলল ৫০০ ভুয়ো ভোটার কার্ড, সবাই বাংলাদেশি!
রাজ্য

বাংলায় মিলল ৫০০ ভুয়ো ভোটার কার্ড, সবাই বাংলাদেশি!

voter cardss
Email :8

এসআইআর বিতর্কের আঁধারে বাংলায় এক বছরের মধ্যে পাঁচশোটি ভোটার কার্ড বাতিল হয়েছে। নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় সূত্রে জানা গেছে, এই সমস্ত ভোটার কার্ড মালিক আদতে বাংলাদেশি নাগরিক, কিন্তু তাঁদের বিরুদ্ধে ভারতীয় ভোটার কার্ড ছিল (SIR)। বিহারে এসআইআর অভিযান শুরু হওয়ার পর ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের তৎপরতা বেড়েছে। ভুয়ো ভোটার শনাক্তকরণে ইমিগ্রেশন আধিকারিকরা বিশেষ মনোযোগ দিয়ে কাজ করছেন। বিমানবন্দর, বনগাঁসহ একাধিক এলাকায় তারা এই ধরনের ভোটার কার্ড খতিয়ে দেখছেন এবং সংশ্লিষ্ট তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দিচ্ছেন। কমিশন তদন্তের পর প্রমাণিত বাংলাদেশিদের ভোটার কার্ড বাতিল করেছে। শুক্রবারও দুজনের ভোটার কার্ড বাতিলের তথ্য মুখ্যসচিবের কাছে পাঠানো হয়েছে, যারা আদতে বাংলাদেশি নাগরিক (SIR)।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে (SIR), যারা এখন পর্যন্ত ভোটার কার্ড হারিয়েছেন, তারা সবই বাংলাদেশি নাগরিক এবং অন্যান্য কোনো দেশের নয়। এই বিষয়টি নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে। বাংলায় এসআইআর নিয়ে বিতর্ক তীব্র হওয়ার মধ্যেই, বিহারের পর জাতীয় নির্বাচন কমিশন বাংলায়ও স্পেশাল ইনটেনসিভ রিভিশন শুরু করতে পারে (SIR)। তবে নবান্ন থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে লেখা চিঠিতে জানানো হয়েছে, রাজ্য এসআইআর কার্যক্রমের জন্য প্রস্তুত নয়। এই পরিস্থিতিতে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানায় নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে সতর্ক করেছেন, ‘একজন ভোটারের নামও বাদ দিতে দেবেন না’। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts