বরানগর শুটআউটের (Shoot Out) ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশি তদন্তে উঠে এসেছে এক ভয়াবহ অভিযোগ—স্বামীকে খুন করার ষড়যন্ত্রে নাকি জড়িত ছিলেন বিকাশ মজুমদারের স্ত্রী নিজেই। পুলিশের সন্দেহ, বিবাহবহির্ভূত সম্পর্কের টানাপোড়েন থেকেই স্বামীকে পথের কাঁটা মনে করতে শুরু করেন তিনি (Shoot Out)। সেই কারণেই প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে সুপরিকল্পিতভাবে স্বামীকে সরিয়ে দেওয়ার ছক কষা হয়। পরিকল্পনা মতো ভাড়া করা হয় দু’জন দুষ্কৃতী। তারা বিকাশকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রেখা মজুমদার, তাঁর প্রেমিক পারদীপ দে, বাইকচালক সুশান্ত আদক ও শ্যুটার সামিম লস্কর। তদন্তে জানা গিয়েছে, মেটিয়াব্রুজের ফতেহপুরে থাকত পারদীপ। সেখান থেকেই রেখা-পারদীপের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে (Shoot Out)। স্বামী বিকাশ এই সম্পর্কে আপত্তি করায় তাঁদের সামনে বাধা হয়ে ওঠেন। অভিযোগ, সেই কারণেই তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় দু’জন। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই পুলিশ বিকাশ মজুমদার ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে চারজনকেই গ্রেপ্তার করেছে (Shoot Out)। প্রত্যেককে আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে।
ঘটনাটি ঘটে ২১ নভেম্বর, শুক্রবার সকালে। বরানগর পুরসভার নর্দান পার্ক এলাকায় বাড়ির আবর্জনা ফেলতে যান বিকাশবাবু। সকাল ঠিক ৬টা ২৫ মিনিটে বাইকে মুখে হেলমেট পরা দুই দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিকাশবাবু রাস্তায় পড়ে যাওয়ায় নিশানা ভোলে। গুলির বারুদের ছিটেতে আহত হন তিনি। মুহূর্তে বাইক নিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের দিকে চম্পট দেয় আততায়ী। খবর পেয়ে পুলিশ এসে তদন্ত শুরু করে। তারপরই স্ত্রীর বিরুদ্ধে ওঠে ভয়াবহ অভিযোগ।
অভিযুক্তদের গ্রেপ্তার করার পরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরকীয়া, ষড়যন্ত্র আর ঠান্ডা মাথায় খুনের চেষ্টা—সব মিলিয়ে নর্দান পার্কে এখন এক অদ্ভুত অস্থিরতা ছড়িয়েছে। এই ঘটনার পর পরিবার, প্রতিবেশী সকলেই অবাক হয়ে গিয়েছেন। প্রশ্ন একটাই—একই ছাদের নীচে বসবাস করা স্বামী-স্ত্রীর সম্পর্কে এতটা তিক্ততা তৈরি হয়েছিল, তা কেউ বুঝতে পারলেন না কেন?












