Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • চোখে সন্দেহ, ব্যাগ খুলতেই সব ফাঁস! প্ল্যাটফর্মেই গুঁড়িয়ে গেল মাদকের বড় কারবার
রাজ্য

চোখে সন্দেহ, ব্যাগ খুলতেই সব ফাঁস! প্ল্যাটফর্মেই গুঁড়িয়ে গেল মাদকের বড় কারবার

sealdah station
Email :19

শিয়ালদহ ডিভিশনের (Sealdah Station) জন্য শনিবার সন্ধ্যা হয়ে উঠল সাফল্যে মোড়া এক গুরুত্বপূর্ণ দিন। একের পর এক ভুয়ো টিকিট পরীক্ষককে ধরার পর এবার বড়সড় মাদক পাচার চক্র ভাঙতে সক্ষম হল রেলপুলিশ। শিয়ালদহ স্টেশনের (Sealdah Station) ১২ ও ১৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে হাতেনাতে ধরা পড়ল এক মাদক পাচারকারী। তার কাছ থেকে উদ্ধার হল সাড়ে তিন কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য।

ধৃতের নাম আব্বাস আজামেরি। বয়স ৫১ বছর। সে রাজস্থান থেকে বাংলায় এসেছিল। তার চালচলন, ব্যাগ এবং আচরণ দেখে প্রথমেই সন্দেহ হয় রেল পুলিশের (Sealdah Station)। রুটিন তল্লাশির নামে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। জানা যায়, সে আজমের থেকে এসেছে এবং শিয়ালদহ স্টেশনে (Sealdah Station) কারও সঙ্গে দেখা করতে এসেছে বলে জানায়। সেই উত্তরের পরেই পুলিশ আরও সতর্ক হয়ে ওঠে। সন্দেহ গাঢ় হতেই ব্যাগপত্র খুলে দেখা হয়।

ব্যাগ খুলতেই এক বিশেষ ধরনের প্যাকেট নজরে পড়ে। সঙ্গে সঙ্গেই আব্বাসকে আটক করে রেল পুলিশ (Sealdah Station)এবং খবর দেওয়া হয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)-কে। পরীক্ষা করে জানা যায়, সেই প্যাকেটের ভিতরে রয়েছে প্রায় ৬ কেজি মাদকদ্রব্য, যার বাজারমূল্য আনুমানিক ৩.৫ কোটি টাকা।

ধৃতের বিরুদ্ধে ইতিমধ্যে একটি অভিযোগ দায়ের হয়েছে কলকাতা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোতে। আপাতত NCB-এর হেফাজতেই রয়েছে আব্বাস। তদন্তকারীদের অনুমান, এর পেছনে বড় কোনও পাচার চক্র সক্রিয় থাকতে পারে। সেই চক্রেরই একটি শাখা হয়তো ধরা পড়ল এই আব্বাসের মাধ্যমে।

রেল পুলিশের এই দ্রুত পদক্ষেপ ও তৎপরতায় ফের একবার মাদক পাচারকারীদের চক্রে বড় ধাক্কা খেল অপরাধ জগৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts