দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় রাজ্যজুড়ে যখন উত্তেজনা তুঙ্গে, তখন বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তিনিও বলেন, “রাতে মেয়েদের কলেজ থেকে বেরনো উচিত নয়।” তাঁর দাবি, “সব জায়গায় পুলিশ রাখা সম্ভব নয়, তাই মেয়েদের নিজেদেরই সতর্ক থাকা প্রয়োজন।”
সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে সৌগত রায় (Saugata Roy) বলেন, “অত রাতে কলেজ থেকে বেরনো ঠিক নয়। প্রতিটি ইঞ্চিতে তো পুলিশ থাকতে পারে না। একটা ঘটনা ঘটার পরই পুলিশ ব্যবস্থা নিতে পারে। বড় বড় মোড়ে নিরাপত্তা দেওয়া সম্ভব, কিন্তু সর্বত্র নয়।”
এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন— একজন সাংসদ কীভাবে মেয়েদের স্বাধীন চলাফেরার অধিকার নিয়েই প্রশ্ন তোলেন?
বিজেপি নেতা ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ কড়া ভাষায় আক্রমণ করেন সৌগত রায়কে। তিনি বলেন, “মেয়েদের ঘরে ঢুকিয়ে দেওয়ার মানসিকতা থেকেই এমন মন্তব্য আসছে। মুখ্যমন্ত্রী থেকে সাংসদ— সবার ভাবনাই একই। সৌগতবাবু (Saugata Roy) কি বলতে পারেন, মেয়েরা শুধু রাতেই আক্রান্ত হন? দিনের বেলাতেও কি হচ্ছে না? প্রশ্নটা সময়ের নয়, নিরাপত্তার।”
এদিকে, দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের সিসিটিভি ফুটেজ অনুযায়ী দেখা গিয়েছে, নির্যাতিতা ও তাঁর সহপাঠী রাত ৭টা ৫৮ মিনিটে বাইরে বেরিয়েছিলেন। প্রায় ৮টা ৪২ মিনিটে দেখা যায়, সহপাঠী একা ফিরে আসছেন। পরে তিনি আবার ঘটনাস্থলের দিকে যান এবং ৯টা ২৯ মিনিটে নির্যাতিতার সঙ্গে ফিরে আসেন। কয়েক মিনিট পরেই নির্যাতিতা একা হস্টেলে ঢোকেন।
রাজনৈতিক মহল বলছে, সৌগত রায়ের (Saugata Roy) মন্তব্য তৃণমূলের অস্বস্তি আরও বাড়াবে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের বক্তব্য নিয়েও সমালোচনা হয়েছিল। এখন একই সুরে মন্তব্য করে তৃণমূল সাংসদ কার্যত নতুন বিতর্কের জন্ম দিলেন।
বিজেপি নেতারা বলছেন, “তৃণমূলের নেতাদের মন্তব্যেই বোঝা যাচ্ছে, রাজ্যে মেয়েদের নিরাপত্তা নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি কতটা উদাসীন।”