Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • Rooftop Restaurant: দয়া করে পেটে মারবেন না! ছাদে নিমির্ত রেস্তোরাঁ ভাঙতে গিয়ে অসহায় হয়ে পড়লেন পুরকর্মীরা
রাজ্য

Rooftop Restaurant: দয়া করে পেটে মারবেন না! ছাদে নিমির্ত রেস্তোরাঁ ভাঙতে গিয়ে অসহায় হয়ে পড়লেন পুরকর্মীরা

Email :5

মেয়র ফিরহাদ হাকিমের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও ছাদে নির্মিত রেস্তোরাঁ ভাঙতে গিয়ে বিপাকে পড়ল কলকাতা পুরসভার ডেমোলিশন টিম (Rooftop Restaurant)। শনিবার বিকেলে সাদার্ন অ্যাভিনিউর একটি ছ’তলা বাড়ির ছাদে গড়ে ওঠা একটি রেস্তোরাঁর অবৈধ নির্মাণ ভাঙতে গেলে (Rooftop Restaurant), রেস্তোরাঁ কর্তৃপক্ষের বাধার মুখে পড়ে তারা। উপস্থিত ছিল দমকল ও কলকাতা পুলিশও (Rooftop Restaurant)।

প্রসঙ্গত, মেছুয়া অগ্নিকাণ্ডের ঘটনার পর শহরের ছাদে থাকা রেস্তোরাঁগুলিকে সরানোর সিদ্ধান্ত নেয় পুরসভা। ইতিমধ্যেই ৮৩টি রেস্তোরাঁকে চিহ্নিত করে নোটিস পাঠানো হয়েছে। শুক্রবার রাতে পার্ক স্ট্রিট এলাকার একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে সেটি খালি করার নির্দেশ দেওয়া হয়।

শনিবারের অভিযানে, পুরসভার দাবি ছিল, তারা কোনও রেস্তোরাঁ ভাঙতে নয়, বরং ছাদের অবৈধ অংশ সরাতে এসেছেন। অন্যদিকে রেস্তোরাঁ কর্তৃপক্ষ আদালতের স্থগিতাদেশ দেখিয়ে কাজে বাধা দেন। এরপর রেস্তোরাঁ কর্মীরা রীতিমতো হাতজোড় করে অনুরোধ জানান, কারণ এই জায়গার সঙ্গে বহু মানুষের জীবিকা জড়িয়ে।

অবশেষে, পরিস্থিতি উত্তপ্ত হলে ধাক্কাধাক্কির মধ্যেই পুরসভার টিমকে ছাদে ওঠার আগেই বাধা দেওয়া হয়। পুলিশ কোনও হস্তক্ষেপ না করায়, পুরকর্মীরা ক্ষোভ প্রকাশ করে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরবর্তী পর্যবেক্ষণে দেখা যায়, রেস্তোরাঁটির অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ নয় এবং ব্যবহৃত সিলিন্ডারগুলোর মেয়াদও উত্তীর্ণ। রেস্তোরাঁ কর্তৃপক্ষ এই বিষয়ে মুখ খুলতে চাননি। স্থানীয় বাসিন্দা শান্তিরঞ্জন দেবনাথ বলেন, “এখানে বহু মানুষ কাজ করেন, হঠাৎ রেস্তোরাঁ বন্ধ হলে তাঁরা না খেয়ে মরবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts