বেপরোয়া গতির মাশুল দিল চার যুবক (Road Accident)—ভোরের কলকাতায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা (Road Accident)। উড়ালপুলে ভয়ানক বাইক দুর্ঘটনায় (Road Accident) প্রাণ গেল দু’জন তরুণের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে (Road Accident) ভর্তি রয়েছেন আরও দু’জন।
সোমবার ভোর ৫টা ৪২ মিনিট নাগাদ, এয়ারপোর্টমুখী উল্টোডাঙা উড়ালপুলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় নিহত দুই যুবক শোয়েব ও রহমান, দু’জনেই ২০ বছর বয়সি এবং বেনিয়াপুকুর থানা এলাকার বাসিন্দা। আহত হয়েছেন সোহেল ও ফারুক নামের আরও দুই যুবক।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই চারজন একই বাইকে করে উড়ালপুলে উঠেছিলেন—হেলমেট ছাড়াই। রাতভর একটি জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ভোররাতে রাস্তায় বের হন তাঁরা। তখন রাস্তাঘাট ফাঁকা থাকায়, বাইকটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল বলে জানিয়েছে পুলিশ।
উড়ালপুলের একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি সোজা গার্ডরেলে ধাক্কা মারে। জোরালো ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে যান চার যুবক। স্থানীয়রা ছুটে এসে তাঁদের উদ্ধার করে আর.জি. কর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা শোয়েব ও রহমানকে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বেনিয়াপুকুর এলাকায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত গতির পাশাপাশি হেলমেট না পরাও দুর্ঘটনার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।
যে জয়রাইড আনন্দ দিতে ছিল, তা শেষ পর্যন্ত নিয়ে এল অপূরণীয় ক্ষতি—চিরতরে নিভে গেল দুই তরতাজা প্রাণ।