Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ‘শুধু সিভিক ভলান্টিয়ার নয়, আরও অনেকে জড়িত’— সিবিআইকে কড়া বার্তা দিয়ে দিল্লি গেলেন তিলোত্তমার বাবা-মা
রাজ্য

‘শুধু সিভিক ভলান্টিয়ার নয়, আরও অনেকে জড়িত’— সিবিআইকে কড়া বার্তা দিয়ে দিল্লি গেলেন তিলোত্তমার বাবা-মা

RG Kar parents 1
Email :3

আরজি কর কাণ্ডের (RG Kar) এক বছর পূর্ণ হওয়ার মাত্র কয়েকদিন আগে ফের সরব হলেন নিহত জুনিয়র ডাক্তার তিলোত্তমার বাবা-মা। বুধবার সকালে তাঁরা দিল্লির উদ্দেশে রওনা দেন এবং জানিয়ে দেন, আগামিকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে তাঁদের (RG Kar) । পাশাপাশি সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে তাঁরা জানান, দিল্লিতে সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গে সরাসরি দেখা করবেন এবং মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার দাবি জানাবেন (RG Kar) । এছাড়া সুপ্রিম কোর্টে তাঁদের আইনজীবী করুণা নন্দীর সঙ্গেও বৈঠক করবেন।

গত বছরের ৯ আগস্ট রাত, কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের (RG Kar) সেমিনার হল থেকে উদ্ধার হয় জুনিয়র ডাক্তার তিলোত্তমার নিথর দেহ। তদন্তে উঠে আসে নৃশংস ধর্ষণ ও খুনের অভিযোগ। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। নিম্ন আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেয়।

তবে নিহত চিকিৎসকের (RG Kar) বাবা-মার অভিযোগ, তাঁদের মেয়ের মৃত্যুতে শুধু এই সিভিক ভলান্টিয়ার নয়, আরও বহুজন জড়িত রয়েছে, যাদের এখনও গ্রেফতার করা হয়নি। সিবিআইয়ের তদন্তে গাফিলতির অভিযোগও বহুবার করেছেন তাঁরা।

তিলোত্তমার বাবা-মা ৯ আগস্ট, ঘটনাটির প্রথম বর্ষপূর্তির দিনে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। কিন্তু দিল্লি যাওয়ার আগে তাঁদের অভিযোগ— ওই কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা চলছে। তিলোত্তমার মায়ের বক্তব্য, “শুধু ব্যারিকেড নয়, হেয়ার স্ট্রিট থানার নাম করে একটি ফোন আসে। আমাদের জিজ্ঞাসা করা হয় কেন আমরা ব্যানার লাগাচ্ছি। আমরা বলেছি, আপনি যা করার করুন।”

দিল্লি যাত্রার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিলোত্তমার বাবা বলেন, “মূলত সিবিআই ডিরেক্টর ও আমাদের আইনজীবীর সঙ্গে দেখা করব। আশা করছি, আগামিকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও দেখা হবে। আমরা সেই চেষ্টা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts