আরজি কর মেডিক্যাল কলেজের ছাত্রী অনিন্দিতা সোরেনের (RG Kar Student Death) মৃত্যুকে ঘিরে রীতিমতো রহস্য তৈরি হয়েছে। ময়নাতদন্ত সম্পূর্ণ হলেও এখনও রিপোর্ট আসেনি। এদিকে অনিন্দিতার মৃত্যুর পরেই অভিযুক্ত হিসেবে উঠে এসেছে মালদহ মেডিক্যাল কলেজের ছাত্র উজ্জ্বল সোরেনের নাম। পুলিশ মোবাইলের লোকেশন ট্র্যাক করে তাকে মালদহ থেকেই আটক করেছে। আপাতত জিজ্ঞাসাবাদ চলছে (RG Kar Student Death) ।
অনিন্দিতার বাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে (RG Kar Student Death) । পড়াশোনার সূত্রে তিনি থাকতেন কলকাতায়। অন্যদিকে, উজ্জ্বলের বাড়ি পুরুলিয়ায় হলেও সে মালদহ মেডিক্যাল কলেজে পড়াশোনা করত। সোশ্যাল মিডিয়ায় আলাপের সূত্রেই তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে (RG Kar Student Death) ।
গত সোমবার অনিন্দিতা মালদহে যান উজ্জ্বলের সঙ্গে দেখা করতে। দু’জনে এক হোটেলে ওঠেন (RG Kar Student Death) । সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অনিন্দিতা। দ্রুত তাঁকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানে কয়েক দিন চিকিৎসার পর গতকাল কলকাতায় নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এই অকাল মৃত্যু নিয়েই এখন তৈরি হয়েছে নানা জল্পনা।
পরিবারের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পিত খুন। অনিন্দিতার মা অভিযোগ করেছেন—“ওষুধ খাইয়ে মেয়েকে মেরে ফেলা হয়েছে (RG Kar Student Death) ।” প্রতিবেশীরাও একই অভিযোগ তুলেছেন। তাঁদের কথায়, হাসপাতালের চিকিৎসায় মারাত্মক গাফিলতি ছিল। অনিন্দিতা নাকি সারা রাত কান্নাকাটি করলেও তাঁকে সিসিইউতে দেওয়া হয়নি। অক্সিজেন দেওয়াতেও টালবাহানা করা হয়।
সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন অনিন্দিতার মা আলপনা সোরেন। তাঁর কথায়, অনিন্দিতা আর উজ্জ্বল প্রেমে জড়িয়েছিলেন এবং পুরীর মন্দিরে গিয়ে বিয়েও করেছিলেন। মেয়ে নাকি রেজিস্ট্রি করতে চাইছিল, কিন্তু উজ্জ্বল রাজি হয়নি। শুধু তাই নয়, আলপনার দাবি—উজ্জ্বল জোর করে অনিন্দিতার গর্ভপাত করায়। এই ঘটনার পর থেকেই তাঁদের সম্পর্কের মধ্যে তিক্ততা শুরু হয়েছিল।