Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • পুরো দেশ যাদের ভরসা করে… সেই সিবিআই এত ‘বোগাস’ হতে পারে? — ক্ষোভে ফুঁসছে পরিবার
রাজ্য

পুরো দেশ যাদের ভরসা করে… সেই সিবিআই এত ‘বোগাস’ হতে পারে? — ক্ষোভে ফুঁসছে পরিবার

RG Kar
Email :14

তাদের মেয়েকে ধর্ষণ ও খুনের ভয়াবহ ঘটনার এক বছর পূর্ণ হতে চলেছে শনিবার। সেই প্রেক্ষিতেই ন্যায়বিচারের লড়াই আরও জোরদার করতে দিল্লি গিয়েছিলেন তিলোত্তমার বাবা-মা (RG Kar Parents)। সেখানে সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গে সাক্ষাৎ হলেও, ফিরে এসে তাঁরা প্রকাশ করলেন তীব্র হতাশা। এমনকি সরাসরি অভিযোগ করলেন—সিবিআইয়ের “মেরুদণ্ড নেই” (RG Kar Parents)।

বুধবার তাঁরা কলকাতা থেকে দিল্লি রওনা দিয়েছিলেন। আশা ছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও দেখা হবে। কিন্তু সেই সাক্ষাৎ হয়নি। বৃহস্পতিবার রাতে কলকাতায় ফিরে তিলোত্তমার বাবা (RG Kar Parents) জানালেন, “অমিত শাহ সোমবার পর্যন্ত থাকতে বলেছিলেন, কিন্তু নবান্ন অভিযানের কারণে থাকা সম্ভব হয়নি। তবে সময় পেলে আবারও যাব।”

সিবিআইয়ের তদন্ত নিয়ে তাঁদের ক্ষোভ নতুন কিছু নয়, কিন্তু ডিরেক্টরের সঙ্গে দেখা হওয়ার পর ক্ষোভ যেন আরও গভীর হয়েছে। তিলোত্তমার বাবা বলেন, “দেশের ১৪০ কোটি মানুষ যাদের ভরসা করে, তারা এত বোগাস হতে পারে, ভাবিনি। ডিরেক্টর নিজে বলছেন, এই মামলা তারা ছেড়ে দেবেন! আমি বলেছি, কোর্টে গিয়ে বলুন। আমরা তো আপনাদের চাইনি, আদালত আপনাদের দিয়েছে।”

তদন্তে অগ্রগতি নিয়ে তাঁদের বহু প্রশ্নের উত্তর সিবিআই দিতে পারেনি—কে খুন ও ধর্ষণে জড়িত, কোথায় অপরাধ ঘটেছে, উদ্দেশ্য কী ছিল—কোনও স্পষ্ট জবাব মেলেনি। এমনকি তাঁরা ডিরেক্টরকে একটি প্ল্যাকার্ড দেন, একপাশে সব প্রশ্ন, অন্যপাশে লেখা—“মেরুদণ্ড বাড়ান অথবা পদত্যাগ করুন।” ডিরেক্টর সেটি ফিরিয়ে দিয়ে বলেন, তাঁদের মেরুদণ্ড আছে। কিন্তু তিলোত্তমার মা (RG Kar Parents) স্পষ্ট জানিয়ে দেন, “আপনাদের মেরুদণ্ড নেই।”

এদিন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তিলোত্তমার মাকে নারীশক্তি পুরস্কার দেন। কিন্তু সেটি ফিরিয়ে দিয়েছেন তিনি। তাঁর কথায়, “আমার মেয়ে ন্যায় পেলে তবেই আমি পুরস্কার নেব।” এছাড়া সুপ্রিম কোর্টে তাঁদের আইনজীবী করুণা নন্দীর সঙ্গেও বৈঠক করেছেন বলে জানিয়েছেন।

এখন তিলোত্তমা কাণ্ডে ন্যায়বিচারের দাবিতে তাঁদের লড়াই আরও তীব্র হচ্ছে। পরিবার স্পষ্ট জানিয়েছে—বিচার না পাওয়া পর্যন্ত তাঁরা পিছিয়ে আসবেন না।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts