Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • তিলোত্তমা কাণ্ডে ন্যায় না মেলায় ফের উত্তাল বাংলার ডাক— কিন্তু পথে নামার আগে আদালতে চ্যালেঞ্জ
রাজ্য

তিলোত্তমা কাণ্ডে ন্যায় না মেলায় ফের উত্তাল বাংলার ডাক— কিন্তু পথে নামার আগে আদালতে চ্যালেঞ্জ

RG Kar
Email :5

নবান্ন অভিযানের আগেই আদালতের দ্বারস্থ এক বাসিন্দা। জনজীবন ব্যাহত (RG Kar) হওয়ার আশঙ্কা তুলে হাওড়ার ওই বাসিন্দা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমতি দিয়েছে (RG Kar) । বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে।

উল্লেখ্য, এর আগেই নবান্ন অভিযানের বিরোধিতা (RG Kar) করে ব্যবসায়ীদের পক্ষ থেকেও হাইকোর্টে মামলা হয়েছে। মামলাকারীদের অভিযোগ, এই ধরনের অভিযান হলে সাধারণ মানুষের চরম দুর্ভোগ হয়— স্কুল ফেরত শিশুদের নিরাপদে বাড়ি পৌঁছতে সমস্যা হয়, অফিসযাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় রাস্তায় (RG Kar) । প্রথমে সিঙ্গল বেঞ্চে মামলা দায়ের হয়, যার শুনানি বুধবার নির্ধারিত রয়েছে। এরপর ডিভিশন বেঞ্চে এই দ্বিতীয় জনস্বার্থ মামলার শুনানি হবে বৃহস্পতিবার।

এই বছরের ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন আরজি কর কাণ্ডে নিহত জুনিয়র ডাক্তার তিলোত্তমার বাবা-মা  । গত বছরের ১৪ আগস্ট তিলোত্তমার ধর্ষণ-খুনের প্রতিবাদে হয়েছিল প্রথম বৃহৎ নাগরিক আন্দোলন। এক বছর কেটে গেলেও বিচার পাননি বলে অভিযোগ করছেন মৃত চিকিৎসকের বাবা-মা। তাঁদের ডাকে এবার আরও বড় আকারে আন্দোলনের প্রস্তুতি চলছে  ।

এই অভিযানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দলীয় পতাকা সরিয়ে বিজেপি নেতা-কর্মীদের এই কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে রাজনৈতিক রং এড়িয়ে চলার সিদ্ধান্তে অনড় ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’। সংগঠনটি আগেই জানিয়ে দিয়েছে, রাজনৈতিক নেতারা মিছিলে থাকলে তারা সেই অভিযানে অংশ নেবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts