আরজি কর কাণ্ডে (RG Kar Case) ধর্ষণ ও খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মূল অভিযুক্ত সঞ্জয় রাইয়ের দায়ের করা মামলাকে গুরুত্ব সহকারে গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। ১৭ জুন তিনি বেকসুর খালাস চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই আবেদনের ভিত্তিতে বুধবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, সিবিআই-এর দায়ের করা মামলার সঙ্গেই একত্রে শুনানি চলবে সঞ্জয়ের (RG Kar Case) আবেদনটিরও। পরবর্তী শুনানি হবে চলতি বছরের সেপ্টেম্বর মাসে।
এই মামলায় আদালত স্পষ্ট করেছে, পরিবার চাইলে মামলায় (RG Kar Case) সহযোগিতা করতে পারবে। আদালতে সঞ্জয় রাইয়ের আইনজীবী এদিন জোর সওয়াল করে জানান, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে সঞ্জয়ের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয় না। তাই তাঁর বেকসুর খালাস হওয়ার যথেষ্ট কারণ রয়েছে (RG Kar Case)।
উল্লেখযোগ্য, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় (RG Kar Case) সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত গত জানুয়ারিতে যাবজ্জীবনের সাজা শুনিয়েছিল। রায় ঘোষণার দিনই সঞ্জয়ের আইনজীবী সেঁজুতি চক্রবর্তী জানিয়েছিলেন, তাঁরা এই রায়কে চ্যালেঞ্জ জানাবেন এবং উচ্চ আদালতের শরণাপন্ন হবেন।
এই মামলায় সিবিআই আদালতে বারবার সঞ্জয় রাইয়ের ফাঁসির দাবিতে সওয়াল করলেও বিচারক পর্যবেক্ষণে জানান, এটি “বিরলের মধ্যে বিরলতম” ঘটনা নয়, যা ফাঁসির উপযুক্ত। তাই ফাঁসির পরিবর্তে সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
দেশজুড়ে চাঞ্চল্য ছড়ানো এই ঘটনাকে কেন্দ্র করে ফের নতুন মোড় নিল মামলা, যা ঘিরে এখন নতুন করে জল্পনা।