আর হাতে গোনা কয়েকটা দিন। তারপরই পুরীধাম থেকে বাংলার নানা প্রান্তে ধ্বনিত হবে রথযাত্রার সানাই। আগামী ২৭ জুন জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি যাবেন এক সপ্তাহের জন্য (Kolkata Police)। ধর্মীয় উৎসবে মেতে উঠবে গোটা রাজ্য। কিন্তু এবারের রথযাত্রা ঘিরে বাড়তি সতর্কতা নিচ্ছে কলকাতা পুলিশ। কারণ, একই দিনে পালিত হতে চলেছে মহরমও। তাই যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে দিকেই বাড়তি গুরুত্ব দিচ্ছে প্রশাসন (Kolkata Police)।
কলকাতা পুলিশের (Kolkata Police) নতুন কমিশনার মনোজ ভার্মা এই পরিস্থিতি মোকাবিলায় পুলিশ আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, প্রতিটি থানাকে রথযাত্রার দিন বাড়তি সজাগ থাকতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য সমস্ত বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। জরুরি পরিস্থিতিতে যেন তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়া যায়, সে জন্য পুরো পরিকল্পনা সাজিয়ে রেখেছে পুলিশ (Kolkata Police)।
বিশেষ নজর দেওয়া হচ্ছে শহরের বন্দর এলাকাগুলিতে। কলকাতা পুলিশ (Kolkata Police) সূত্রে খবর, এইসব এলাকাকে চিহ্নিত করে সেখানে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি থানার উচ্চপদস্থ আধিকারিকদের জানানো হয়েছে, তাঁরা যেন নিজের এলাকায় ঘন ঘন টহল দেন এবং পরিস্থিতির উপর সরাসরি নজর রাখেন।
শুধু তা-ই নয়, পুলিশের মধ্যে কোনওরকম তোলাবাজির অভিযোগ এলেও এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ বার্তা দিয়েছেন পুলিশ কমিশনার। মনোজ ভার্মা জানিয়েছেন, কোনও পুলিশকর্মীর বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠলে, প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। দোষী প্রমাণ হলে বরখাস্ত পর্যন্ত হতে পারে।
সুতরাং, এবারের রথযাত্রা শুধু ভক্তিভাবনায় নয়, নিরাপত্তার নিরিখেও যে এক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, তা আর বলার অপেক্ষা রাখে না। প্রশাসনের এখন মূল লক্ষ্য, ধর্মীয় উৎসব হোক শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে।