Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • প্রদেশ কংগ্রেস অফিস ভাঙচুরকাণ্ডে নাটকীয় মোড়— গ্রেফতার রাকেশ সিংয়ের ছেলে শিবম
রাজ্য

প্রদেশ কংগ্রেস অফিস ভাঙচুরকাণ্ডে নাটকীয় মোড়— গ্রেফতার রাকেশ সিংয়ের ছেলে শিবম

Rakesh Singh
Email :1

বাবাকে খুঁজে না পেয়ে ছেলেকেই গ্রেফতার করল পুলিশ। বিজেপি নেতা রাকেশ সিংয়ের (Rakesh Singh) ছেলে শিবম সিংকে সোমবার এন্টালি থানার পুলিশ গ্রেফতার করেছে। কলকাতার মৌলালিতে প্রদেশ কংগ্রেস অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় এই গ্রেফতার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

মৌলালির বিধান ভবনে হামলার পর থেকেই রাকেশ সিংকে (Rakesh Singh) খুঁজছে পুলিশ। সূত্রের খবর, একাধিক ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে তাঁর অবস্থান খোঁজা হচ্ছিল। তদন্তে উঠে আসে, তিনি একটি নির্দিষ্ট গাড়ি ব্যবহার করছেন, আর সেই গাড়িটিই কংগ্রেস অফিস ভাঙচুরের দিন ঘটনাস্থলে দেখা গিয়েছিল (Rakesh Singh)।

গত ৩১ অগস্ট রাতে রাকেশ সিংয়ের (Rakesh Singh) বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখানে গিয়ে দেখা যায়, তিনি বাড়িতে নেই। তবে তাঁর ছেলে শিবম সিংয়ের কাছেই রয়েছে গাড়ির চাবি। এমনকি, গাড়িটি শিবমের নামেই রেজিস্টার্ড। রাকেশ সিং কোথায় লুকিয়ে আছেন, তা জানতে শিবমকে জেরা করা হয়। কিন্তু পুলিশ জানাচ্ছে, শিবম কোনও সঠিক তথ্য দিতে পারেননি। বরং তাঁর কথাবার্তায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে।

অবশেষে তদন্তে অসহযোগিতা, এবং হামলায় ব্যবহৃত গাড়িটি তাঁর নামে থাকার কারণে গ্রেফতার করা হয় বিজেপি নেতার ছেলেকে। তবে এখনও রাকেশ সিংকে খুঁজছে পুলিশ।

উল্লেখ্য, কয়েকদিন আগে বিহারের এক সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর মা-কে নিয়ে কুরুচিকর মন্তব্যের ঘটনায় উত্তেজনা ছড়ায়। এর আঁচ এসে পৌঁছায় কলকাতার মৌলালিতে। অভিযোগ, রাকেশ সিংয়ের নেতৃত্বেই প্রদেশ কংগ্রেস অফিসে হামলা হয়। সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর ছবিতে কালি দেওয়া হয়, কিছু ছবি ছিঁড়ে ফেলা হয়। সেই ঘটনার পর থেকেই রাকেশ সিং গা-ঢাকা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts