Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • রাতে ঘুম ভাঙল আমলাতন্ত্রের! রাজস্থানে ৬২ আইএএস অফিসারের বদলিতে তোলপাড় প্রশাসন
রাজ্য

রাতে ঘুম ভাঙল আমলাতন্ত্রের! রাজস্থানে ৬২ আইএএস অফিসারের বদলিতে তোলপাড় প্রশাসন

rajasthan
Email :19

রাজস্থানের (Rajasthan) প্রশাসনে বড়সড় রদবদল করল রাজ্য সরকার। একধাক্কায় ৬২ জন আইএএস অফিসারকে বদলি করা হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন আটজন (Rajasthan) অতিরিক্ত মুখ্যসচিব (ACS) এবং ১১ জেলার জেলাশাসক (District Collector)। এই রদবদল ঘিরে প্রশাসনিক মহলে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য।

রবিবার গভীর রাতে রাজ্যের কর্মীবিভাগ (Department of Personnel) এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই রদবদলের কথা জানায় (Rajasthan) ।

দীর্ঘ প্রায় পাঁচ বছর রাজ্যের (Rajasthan) অর্থ দফতরের দায়িত্বে থাকা অভিজ্ঞ আইএএস অফিসার অখিল অরোরা-কে সরিয়ে পাঠানো হয়েছে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের (PHED) অতিরিক্ত মুখ্যসচিব হিসাবে। অপরদিকে, বন দফতর (Rajasthan) থেকে সরিয়ে অপরণা অরোরা-কে সমাজ কল্যাণ ও ক্ষমতায়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে।

প্রাক্তন সমাজ কল্যাণ দফতরের  অতিরিক্ত মুখ্যসচিব কুলদীপ রাঙ্কা এবার দায়িত্ব পেলেন উচ্চ শিক্ষা ও প্রযুক্তি শিক্ষা বিভাগের। অন্যদিকে, হোম ডিপার্টমেন্টের অতিরিক্ত মুখ্যসচিব আনন্দ কুমার-কে পাঠানো হয়েছে বন দফতরে।

এছাড়াও মুখ্যমন্ত্রীর দপ্তরের মুখ্যসচিব অলোক গুপ্তকে সরিয়ে পাঠানো হয়েছে শিল্প দফতরের মুখ্যসচিব পদে।

জেলাশাসক পর্যায়েও বড়সড় রদবদল হয়েছে। বদলি করা হয়েছে ফলৌদি, হনুমানগড়, ঝুনঝুনু, কোটপুতলি, দেওয়ানা-কুচামান, সাওয়াই মাধোপুর, রাজসমন্দ, টোঙ্ক, ভরতপুর, কোটা ও বেওয়ার জেলার কালেক্টরদের।

এই রদবদলের পাশাপাশি আরও ২১ জন আইএএস অফিসারকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন বিভাগে।

রাজ্যের শাসনযন্ত্রকে আরও সক্রিয় ও কর্মদক্ষ করে তুলতেই এই ব্যাপক রদবদল বলে মনে করা হচ্ছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, চলতি বছরের শেষের দিকেই যে কয়েকটি বড় প্রশাসনিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ আসছে, তা মাথায় রেখেই রাজ্য সরকার অভ্যন্তরীণ শক্তি পুনর্বিন্যাসে নামল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts