Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • কলঙ্কিত এসএসসি কি ফিরিয়ে আনবে আস্থা? নিয়োগ পরীক্ষায় রাজন্যা হালদার
রাজ্য

কলঙ্কিত এসএসসি কি ফিরিয়ে আনবে আস্থা? নিয়োগ পরীক্ষায় রাজন্যা হালদার

rajanya halder
Email :2

দুর্নীতির কলঙ্ক এখনও মুছে যায়নি। তার মধ্যেই ফের শুরু হয়েছে শিক্ষক নিয়োগ পরীক্ষা। এই পরীক্ষায় বসেছেন কয়েক লক্ষ চাকরিপ্রার্থী (Rajanya Halder)। এসএসসি জানিয়েছে, এবারের একাদশ–দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদন করেছেন প্রায় আড়াই লক্ষ মানুষ। এর আগের রবিবারই হয়েছিল নবম–দশমের পরীক্ষা, যেখানে বসেছিলেন সাড়ে পাঁচ লক্ষ পরীক্ষার্থী (Rajanya Halder)।

এই বিশাল ভিড়ের মধ্যেই নজর কাড়লেন বহিষ্কৃত টিএমসিপি নেত্রী রাজন্যা হালদার (Rajanya Halder)। তিনি নিজেও বসেছেন একাদশ–দ্বাদশের নিয়োগ পরীক্ষায়। আশাবাদী কণ্ঠেই তিনি বলেন—“আশা রাখছি। হাজার হাজার মানুষের মতো আমিও পরীক্ষায় বসেছি। আমার যোগ্যতা যাচাইয়ের জন্য নয়, চাকরির জন্য এই পরীক্ষা দিচ্ছি (Rajanya Halder)।”

তবে পাশাপাশি সিস্টেমের প্রতি ক্ষোভও উগরে দেন রাজন্যা। তাঁর কথায়—“আমি আগের দিনও পরীক্ষা দিয়েছি। দেখলাম একজন বাবা কোলে সন্তান নিয়ে দাঁড়িয়ে আছেন, একজন মা লম্বা লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিতে এসেছেন। এই দৃশ্য দেখে সত্যিই চোখে জল এসে গেল। আমরা কলেজ–বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এরকম অভিজ্ঞতা নেওয়ার জন্য নয়। আগামী দিনে যেন ফলাফল নির্ভর করে যোগ্যতার ওপর, স্বচ্ছতার ওপর। আমি সুযোগ পাই কি না, সেটা মেরিটই বলবে। কিন্তু চাই, রেজাল্ট যেন একেবারেই সৎ ও নিরপেক্ষ হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts