বৃহস্পতিবার বিকাশভবনের সামনে চাকরিহারা শিক্ষক-শিক্ষাকারা (Teachers Protest) বিক্ষোভ দেখান। সেখানে চাকরিহারা শিক্ষক শিক্ষকারা (Teachers Protest) বিকাশভবনের ফটক ভেঙে ঢুকে পড়ে। সন্ধের পর থেকেই অ্য়াকশনে নামানে পুলিশ। সাইরেন বাজিয়ে পুলিশ অ্যাকশন মোডে নামে। অভিযোগ উঠেছে, পুলিশ ব্যাপকভাবে লাঠিচার্জ করেছে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের (Teachers Protest) ওপর। চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের (Teachers Protest) অনেকের হাত-পা ভেঙে গিয়েছে, শিক্ষিকাদের (Teachers Protest) সালোয়ার ছিঁড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। শিক্ষকদের মাথা ফেটে গিয়েছে। গল গল করে রক্ত বের হতে দেখা গিয়েছে। শিক্ষক-শিক্ষিকাদের গলা ধাক্কা দিয়েছে পুলিশ চলে এসেছে। বহু শিক্ষক-শিক্ষিকা (Teachers Protest) ব্যাপক আহত হয়েছেন। আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারা জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় অনেকে পড়ে রয়েছেন। কিন্তু তাঁদের অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনও ব্যবস্থা করা হয়নি।
অন্যদিক, পুলিশ আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের ওপর লাঠচার্জ করে বিকাশ ভবনের কর্মীদের বাইরে বের করার চেষ্টা করছেন। এর আগে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখান। সেখানেও পুলিশের লাঠিচার্জের মুখে পড়তে হয় আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের। সেই সময় একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে দেখা যায়, এক পুলিশ শিক্ষককে লাথি মারছে। বৃহস্পতিবারও পুলিশ শিক্ষকদের লাথি মারে, ঘুঁষি মারে বলে অভিযোগ উঠেছে।
ব্যাপক দুর্নীতির জেরে সুপ্রিম কোর্ট ২০১৬ সালের এসএসএসির প্যানেল বাতিল করে দেয়।ঘটনায় প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা চাকরিহারা হয়ে যান। অনেকেই যোগ্য শিক্ষক-শিক্ষিকা ছিলেন। কিন্তু যোগ্য হওয়ার পরেও পরিশ্রম করে চাকরি পাওয়ার পরেও তাঁদের চাকরি চলে গেল। এই ঘটনার প্রতিবাদে বার বার বাংলা বিক্ষোভ হয়েছে।