Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • পুজোর মরশুমেই বাংলায় বারবার আসছেন মোদী–শাহ, বিজেপির টার্গেট স্পষ্ট—তৃণমূলকে ঘিরে ফেলা
রাজ্য

পুজোর মরশুমেই বাংলায় বারবার আসছেন মোদী–শাহ, বিজেপির টার্গেট স্পষ্ট—তৃণমূলকে ঘিরে ফেলা

modi on i day
Email :2

পুজোর আগে ফের ব্যস্ত হয়ে উঠছে বাংলার রাজনীতি। কয়েক দিন আগেই ঝটিকা সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। প্রায় আড়াই ঘণ্টা ছিলেন রাজ্যে, এবং বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছিলেন তিনি (PM Modi)। এবার শোনা যাচ্ছে, পুজোর আগেই আবারও বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী। সব কিছু ঠিক থাকলে আগামী ২০ সেপ্টেম্বর নদিয়ার নবদ্বীপে তাঁর দুটি সভা হতে পারে। একটি প্রশাসনিক সভা, আরেকটি রাজনৈতিক জনসভা (PM Modi)।

শুধু মোদী নন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও পুজোর আগে দু’বার বাংলায় আসতে পারেন। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর বিজেপির পঞ্চায়েতি রাজ সম্মেলন হওয়ার কথা। সেখানেই প্রধান বক্তা থাকবেন শাহ। তবে কোথায় সম্মেলন হবে তা এখনও ঠিক হয়নি, কারণ একসঙ্গে প্রায় ১১ হাজার পঞ্চায়েত সদস্যকে বসানো হবে, আর সেই নিয়ে হিমশিম খাচ্ছে বিজেপির রাজ্য নেতৃত্ব।

পঞ্চায়েতি রাজ সম্মেলনের পর শাহ আবারও আসতে পারেন বাংলায়। ২২ সেপ্টেম্বর, মহালয়ার পরের দিন, কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর উদ্বোধনে তাঁর উপস্থিত থাকার কথা। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের উদ্যোগে এই পুজো হয়, যেখানে আগেও শাহ এসেছিলেন। ওইদিনই তিনি বিজেপির পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক মঞ্চ আয়োজিত পুজোর উদ্বোধনেও যোগ দেবেন। দু’বছর বাদে আবার ইজেডসিসিতে সেই পুজো আয়োজন হচ্ছে।

তবে মোদী–শাহের এই সফরসূচি নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাইছে না বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। দলের একটি অংশ অবশ্য বলছে, প্রধানমন্ত্রীর সভার তারিখ প্রাথমিকভাবে ঠিক হলেও এখনও চূড়ান্ত হয়নি।

সব মিলিয়ে স্পষ্ট হচ্ছে, পুজোর মরশুম থেকেই বিজেপি রাজ্যে টানা কর্মসূচি শুরু করছে। কারণ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। অমিত শাহ আগেই ইঙ্গিত দিয়েছেন, বিহারের ভোট শেষ হলেই তিনি বাংলায় স্থায়ী ঘাঁটি করবেন। বিজেপির রাজ্য নেতৃত্বও বলছে, পুজোর আগে না হলেও কালীপুজোর পর থেকে নিয়মিত ব্যবধানে মোদী, শাহসহ শীর্ষ নেতারা বাংলায় আসবেন।

অর্থাৎ, দুর্গাপুজোর ভিড়ের সঙ্গে সঙ্গে বাড়তে চলেছে রাজনৈতিক জমায়েতও। বাংলার ভোটযুদ্ধের আভাস এখন থেকেই স্পষ্ট হয়ে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts