Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • কলকাতা মেট্রোর নতুন যুগ! বিমানবন্দর থেকে শহরের যাত্রা হয়ে গেল সহজ ও সাশ্রয়ী
রাজ্য

কলকাতা মেট্রোর নতুন যুগ! বিমানবন্দর থেকে শহরের যাত্রা হয়ে গেল সহজ ও সাশ্রয়ী

narendra modi a
Email :8

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) জানিয়েছেন, বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক এখন ভারতে। কলকাতার গণপরিবহণ আরও আধুনিক ও সাশ্রয়ী হয়েছে। শিয়ালদহ, হাওড়ার মতো ব্যস্ত রেলস্টেশনের সঙ্গে মেট্রো সরাসরি যুক্ত হওয়ায় যাতায়াতের সময় অনেক কমে গেছে। বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছানোও এখন অনেক সহজ হয়েছে।

প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, ‘‘আজ বাংলার উন্নয়নের নতুন ধারা দেখার সুযোগ পেলাম। কলকাতার গণপরিবহণ আধুনিক হচ্ছে, যা সবার জন্য খুবই আনন্দের বিষয়।’’ তিনি আরও জানান, ‘‘দমদম ও কলকাতা শহরের ভূমিকা দেশের শহর পরিকল্পনার দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ।’’

কলকাতা মেট্রো আগে ২৮ কিলোমিটার বিস্তৃত ছিল। প্রধানমন্ত্রী (PM Modi) সম্প্রতি ৩৯ কিলোমিটার পর্যন্ত সম্প্রসারণের কাজ উদ্বোধন করেছেন এবং আরও ২২ কিলোমিটার সম্প্রসারণ করা হবে। এই অনুষ্ঠানে তিনটি সম্প্রসারিত মেট্রো রুট এবং হাওড়া স্টেশনের একটি নতুন সাবওয়েরও উদ্বোধন করা হয়েছে। সাবওয়ে মাধ্যমে হাওড়া মেট্রো স্টেশন থেকে সরাসরি হাওড়া স্টেশনের ওল্ড ও নিউ কমপ্লেক্সে যাতায়াত সম্ভব। যাত্রীরা এখানে নেমে ১ থেকে ২৩ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছাতে পারেন এবং ট্রেনের টিকিটও সহজে কিনতে পারবেন। এছাড়া মেট্রো ব্যবহার করে শিয়ালদহ, সেক্টর ফাইভ এবং কলকাতা বিমানবন্দর পর্যন্ত দ্রুত পৌঁছানো সম্ভব।

স্বাগত ভাষণে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ‘‘আজ চিরস্মরণীয় একটি দিন। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশ জুড়ে একের পর এক উন্নয়ন ঘটছে।’’ তিনি আরও জানান, ‘‘১৭০০ কোটি টাকার বিনিয়োগে বন্দরের উন্নয়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রী আমাদের জীবনে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।’’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts