Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ২১ জুলাইয়ের আগে মোদীর ‘পলিটিক্যাল স্ট্রাইক’! দমদম-দুর্গাপুরে সভা করে তৃণমূলের ঘুম কাড়তে আসছেন প্রধানমন্ত্রী!
রাজ্য

২১ জুলাইয়ের আগে মোদীর ‘পলিটিক্যাল স্ট্রাইক’! দমদম-দুর্গাপুরে সভা করে তৃণমূলের ঘুম কাড়তে আসছেন প্রধানমন্ত্রী!

PM Modi
Email :2

তৃণমূল যখন ২১ জুলাই শহিদ দিবসের প্রস্তুতিতে ব্যস্ত, তখনই পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের উত্তাপ বাড়াতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। বিজেপি সূত্রে জানা গিয়েছে, চলতি মাসেই, অর্থাৎ জুলাইয়ের ১৮ তারিখে দমদম সেন্ট্রাল জেলের মাঠে সভা করবেন তিনি। শুধু দমদম নয়, জোড়া সভার পরিকল্পনাও রয়েছে মোদীর, দ্বিতীয় সভাটি হতে পারে দুর্গাপুরে (PM Modi)।

২০২৪ লোকসভা নির্বাচনের আগে মে মাসে একবার বাংলা সফরে এসেছিলেন মোদী (PM Modi)। এরপর জুলাই মাসে এই ফের সফরের সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, মুখে কিছু না বললেও তৃণমূল যে ২১ জুলাইয়ের সভাকে পাখির চোখ করে রাজনৈতিক বার্তা দিতে প্রস্তুত, তা বলাই বাহুল্য। আর মোদীর জোড়া সভা ঠিক তার আগে, অনেকটাই যেন পাল্টা চ্যালেঞ্জ (PM Modi)।

দমদমের সভার আয়োজন যাতে নিখুঁত হয়, তার জন্য আগেভাগেই রাজ্য বিজেপির তরফে গঠন করা হয়েছে সাত সদস্যের বিশেষ কমিটি। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে। অন্যদিকে, যদি দুর্গাপুরের সভাও চূড়ান্ত হয়, তবে এটা হবে এই বছরের মধ্যে বাংলায় মোদীর প্রথম জোড়া জনসভা। গত বছর এমন সভা তিনি করলেও, এই বছর এখনও তা দেখা যায়নি।

তবে শুধু সভা নয়, মোদীর সফরের পিছনে রয়েছে আরও একটি বড় রাজনৈতিক উদ্দেশ্য—সংগঠন চাঙ্গা করা। বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশলের দেওয়া রিপোর্টে বলা হয়েছে, রাজ্যের প্রায় ৫০ শতাংশ বুথ কমিটি বর্তমানে নিষ্ক্রিয়। আর এই চিত্রটা যথেষ্ট উদ্বেগজনক। ঠিক এমন সময়েই রাজ্য সংগঠনের দায়িত্ব নিয়েছেন শমীক ভট্টাচার্য। এখন তিনিই বিজেপির মুখ বাংলায়।

শমীকের স্পষ্ট বার্তা—বিজেপি কোনও ভাবেই সংখ্যালঘুবিরোধী নয়। অর্থাৎ, এবার ‘নতুন মোদী মডেল’-এ ভরসা রাখছে রাজ্য বিজেপি। বহুত্ববাদী হিন্দু-সংখ্যালঘু ভোট একসঙ্গে টেনে আনার প্রয়াসই তাদের পরবর্তী রাজনৈতিক চাল।

তৃণমূলের কাছে এই বার্তা স্পষ্ট—২১ জুলাইয়ের শহিদ সভার আগেই মোদীর সফর এক রাজনৈতিক ‘স্ট্র্যাটেজিক মুভ’। দলীয় সংগঠনের হাল ফেরাতে এবং জনমতের মোড় ঘোরাতে বাংলায় মোদীর এই সফর যে তৃণমূলের চিন্তার ভাঁজ আরও কিছুটা গভীর করবে, তা বলাই যায়।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts