Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • বন্ধুত্ব গড়লেন, প্রশ্ন করলেন না কেন? মোদিকে তীব্র আক্রমণ অভিষেকের— ট্রাম্পকে ঠেকাতে পারলেন না প্রধানমন্ত্রী!
রাজ্য

বন্ধুত্ব গড়লেন, প্রশ্ন করলেন না কেন? মোদিকে তীব্র আক্রমণ অভিষেকের— ট্রাম্পকে ঠেকাতে পারলেন না প্রধানমন্ত্রী!

abhishek Banerjee aa
Email :3

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত ঘোষণার পরেই দেশের রাজনৈতিক মহলে উত্তাপ ছড়িয়েছে। এই ঘটনার জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মোদির ‘কূটনৈতিক ব্যর্থতা’ নিয়েই দিল্লি যাওয়ার আগে দমদম বিমানবন্দরে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি (Abhishek Banerjee)।

আজ লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতার দায়িত্ব নিতে দিল্লি রওনা হওয়ার আগে বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক (Abhishek Banerjee)। সেখানে মার্কিন শুল্কবৃদ্ধি প্রসঙ্গে প্রশ্ন করা হলে সরাসরি মোদিকে আক্রমণ করে বলেন, “আমাকে কেন প্রশ্ন করছেন? ট্রাম্পের হয়ে প্রচার করেছিল কে? ট্রাম্প গুজরাটে এসে কাদের প্রচার করেছিলেন?” এরপরই তিনি (Abhishek Banerjee) স্পষ্ট জানিয়ে দেন, এই শুল্কবৃদ্ধি দেশের অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলবে। কর্মসংস্থান মার খাবে, শিল্পক্ষেত্রে ধাক্কা আসবে।

অভিষেক আরও বলেন, “এই ঘটনা আমাদের কূটনৈতিক ব্যর্থতা স্পষ্ট করে দিচ্ছে। যাঁর ৫৬ ইঞ্চির ছাতি, তিনি ট্রাম্পকে একবার জিজ্ঞেস করলেন না কেন? কই, দেখা গেল না কোনও কড়া প্রতিবাদ!” তাঁর কথার মাধ্যমে বোঝাই যাচ্ছে, আন্তর্জাতিক স্তরে ভারতের অবস্থান দুর্বল হয়ে পড়েছে, আর এর দায় প্রধানমন্ত্রী মোদির কাঁধেই চাপালেন তিনি।

প্রসঙ্গত, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ভারত রাশিয়া থেকে তেল আমদানি করছে বলে তাঁর সরকার ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক বসাবে। এই ঘোষণা ঘিরেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

এই শুল্ক চাপানোর জবাবে প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, “ভারত কখনও কৃষক ও মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপস করবে না।” পাশাপাশি তিনি এটাও বলেন, “আমি জানি এই অবস্থানের কারণে আমাকে ব্যক্তিগতভাবেও বড় মূল্য চোকাতে হতে পারে, কিন্তু দেশের স্বার্থের কাছে সেটাই আমার কর্তব্য।”

তবে বিশ্লেষকরা বলছেন, বন্ধুত্বের আবরণে মোড়া ‘হাউডি মোদি’ আর ‘নমস্তে ট্রাম্প’-এর পর এই টানাপোড়েন প্রমাণ করে দিল, আন্তর্জাতিক কূটনীতির ময়দানে মোদি সরকার অনেকটাই কোণঠাসা। আর সেই ব্যর্থতাকে হাতিয়ার করে কেন্দ্রকে চেপে ধরেছে বিরোধীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts