কলকাতায় মেট্রোর তিনটি রুটের উদ্বোধন উপলক্ষে দমদমে জনসভায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। তিনি বাংলার অনুপ্রবেশ ইস্যুতে সরব হয়ে বলেন, “বাংলায় অনুপ্রবেশ সামাজিক সঙ্কট তৈরি করেছে। আমাদের যুবকদের ভিন রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে।” মোদী (PM Modi) হুঁশিয়ারি দিয়ে বলেন, “একবার ভোট দিন, সব অনুপ্রবেশকারীরা পালাতে শুরু করবে।”
বাংলায় বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন। সম্প্রতি রাজনীতি তপ্ত এক ইস্যু নিয়েই—বাংলায় বাংলাদেশি অনুপ্রবেশ। মোদী (PM Modi) বলেন, ভিন রাজ্যে গিয়ে বাংলা ভাষায় কথা বলার কারণে মানুষ বাংলাদেশি সন্দেহে আটক হচ্ছে। দেশে বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা ঘটছে। রাজ্যের শাসকদলও এই বিষয়ে আন্দোলনে নেমেছে এবং সংসদে অভিযোগ তুলেছে যে, সমস্ত নথি থাকা সত্ত্বেও কেবল বাংলা ভাষায় কথা বলায় মানুষকে হেনস্থা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী (PM Modi) আরও বলেন, ভোটার তালিকা যাচাইয়ে দেখা যাচ্ছে, বহু মানুষ যারা আদতে বাংলাদেশি, তারা এখানকার বাসিন্দা হিসেবে ভোটার কার্ডও পেয়েছে। মোদী বার্তা দেন, “বাংলায় অনুপ্রবেশ সামাজিক সংকট তৈরি করছে। এটাকে থামানোই হবে।” তিনি জানান, দিল্লি থেকে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ডেমোগ্রাফিক মিশনের অভিযান শুরু করেছে।
মোদী (PM Modi) অভিযোগ করেন, “যে অনুপ্রবেশকারীরা আমাদের যুবকদের চাকরি ছিনিয়ে নিচ্ছে, পরিকাঠামো উন্নয়নে বাধা দিচ্ছে, নারী নির্যাতন করছে, তাদের দেশে থাকতে দেওয়া হবে না।” এই অবস্থায় NRC ও CAA-এর আবেদন কার্যক্রমও বাংলায় শুরু হয়েছে।
তবে, এই বক্তব্যের বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, “ভারত সরকার এত বড় অভিযান শুরু করেছে, কিন্তু এখানে ইন্ডি জোট তুষ্টিকরণের রাজনীতি করছে এবং অনুপ্রবেশকে সমর্থন করছে।” মুখ্যমন্ত্রী একই বার্তা দিয়ে বারবার বলেছেন, বাংলায় কোনওভাবেই SIR বা NRC কার্যকর হবে না।