বছর ঘুরলেই বাংলায় নির্বাচনের মরসুম। সেই আগে বাংলা রাজনীতিতে সবচেয়ে তপ্ত ইস্যু হয়ে উঠেছে ‘বাঙালি অস্মিতা’। সম্প্রতি রাজ্যের শাসক ও বিরোধী সব দলই এই ইস্যু ঘিরে একে অপরকে দায়ী করছে, সংসদেও উত্তাল হচ্ছে বিতর্ক। শুক্রবার দমদমে জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) আবারও এই প্রসঙ্গকে সামনে এনেছেন। মোদী বাংলার উন্নয়ন ও রাজ্যে বিজেপি সরকারের গুরুত্ব তুলে ধরতে গিয়ে সবকিছুকে বাংলার সঙ্গে যুক্ত করেছেন—বাংলা মন্দির, সংস্কৃতি, মণীষী, গান সবকিছুই ছিল তার বক্তব্যে।
মোদী (PM Modi) বলেন, কেন্দ্র বাংলার ধ্রুপদি ভাষার মর্যাদা দিয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, বাংলায় বিজেপি সরকার এলে শ্যামাপ্রসাদের বাংলা ফিরিয়ে আনা হবে। অর্থাৎ বাংলার মানুষ ও ভাষার প্রতি যত্নই মোদীর বক্তব্যের মূল।
দমদমের সভায় মোদী (PM Modi) দক্ষিণেশ্বর কালীমন্দির, কালীঘাট মন্দির, করুণাময়ী কালীমাতা মন্দির, দমদম বালাজি হনুমান, রামকৃষ্ণ সেবা মন্দিরের নাম উল্লেখ করে প্রণাম জানিয়েছেন। তিনি বললেন, “এই সব মন্দির ও দেবতার কাছে আমি শ্রদ্ধা জানাই।”
এছাড়া মোদী (PM Modi) দুর্গাপুজোর কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন, “কলকাতায় এসেছি, যখন দুর্গাপুজোর প্রস্তুতি চলছে। কুমোরটুলিতে মা দুর্গার জন্য সাজসজ্জা চলছে, বড়বাজার থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত কলকাতা নতুন রঙে সেজে উঠছে। উন্নয়ন ও ভিকাশের সঙ্গে মিলিত হলে খুশি দ্বিগুণ হয়ে যায়।”
মোদী শুধু মন্দির বা দুর্গাপুজোর কথাই বলেননি। তিনি বাংলায় নবজাগরণ, নববিকাশের কথা বলেছেন এবং আবারও আবেদন জানিয়েছেন, ছাব্বিশের নির্বাচনে বাংলার মানুষ যেন বিজেপিকেই ভোট দেয়। বাংলার সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যের সঙ্গে সমর্থন জোড়াতে মোদী বার্তা দিয়েছেন, যে এই সরকারের মাধ্যমে বাংলার গর্ব ফিরিয়ে আনা হবে।