সুপ্রিম কোর্টে ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chaterjee) জামিন পিছিয়ে গেল। সময় মতো রিপোর্ট পেশ না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ। পিছিয়ে দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chaterjee) জামিনের শুনানি। যার ফলে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chaterjee) জামিনের শুনানির জন্য আরও দুই দিন অপেক্ষা করতে হবে।
সোমবার সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলার শুনানি ছিল। আগের শুনানিতে সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, ইডি ও সিবিআই হেফাজতে কতদিন ধরে পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন, তা রিপোর্ট আকারে পেশ করতে হবে। এই রিপোর্ট রবিবারের মধ্যে সুপ্রিম কোর্টে পেশ করার কথা ছিল। কিন্তু সিবিআই বা ইডির তরফে রবিবারের মধ্যে রিপোর্ট পেশ করা হয়নি। কিন্তু ইডি বা সিবিআই সোমবার সকালে রিপোর্ট পেশ করে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বিচারপতিরা।
বিচারপতি সূর্যকান্ত বলেন, আদালতে একটা কর্মসংস্কৃতি থাকা উচিত। একটা রিপোর্ট পড়তে সময় লাগে। তাই রিপোর্টটি রবিবারের মধ্যে জমা দিতে বলা হয়েছিল। গতকাল সেই রিপোর্টটির আমরা খোঁজ করি। কিন্তু জানতে পারি যে কোনও রিপোর্ট জমা দেওয়া হয়নি। রিপোর্ট এখন জমা পড়েছে। কিন্তু এখন রিপোর্ট পড়ে শুনানি করার সময় আমাদের নেই। বুধবার ফের মামলার শুনানি হবে।
ইডির দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছেন পার্থ চট্টোপাধ্যায়। শুনানিতে পার্থর আইনজীবী বলেন, যার ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার হয়েছে সেই অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেয়ে গেলে পার্থবাবু আর কী দোষ করলেন? তবে পার্থ চট্টোপাধ্যায়ের যে ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন অর্পিতা মুখোপাধ্যায়।