Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • Pakistani: কীভাবে ভিসা জাল করে কোটি কোটি টাকা কামাত পাকিস্তানি আজাদ! জানলে চমকে উঠবেন
রাজ্য

Pakistani: কীভাবে ভিসা জাল করে কোটি কোটি টাকা কামাত পাকিস্তানি আজাদ! জানলে চমকে উঠবেন

Email :0

শুধু জাল পাসপোর্ট নয়, এবার জাল ভিসা তৈরির চক্রেও নাম জড়াল ধৃত পাকিস্তানি (Pakistani) আজাদ মল্লিকের। তদন্তে উঠে এসেছে, ইউরোপ-সহ একাধিক দেশের ভিসা জাল করে বিদেশে লোক পাঠাতো এই চক্র (Pakistani)। জালিয়াতির তালিকায় (Pakistani) রয়েছে দুবাই, কম্বোডিয়া ও মালয়েশিয়ার নামও।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, আজাদ খোলা বাজার থেকে ভিসার ব্ল্যাঙ্ক ফর্ম সংগ্রহ করে নিজেই তা ছাপিয়ে তৈরি করত ভিসা। এরপর সেগুলি ব্যবহার করে লোক পাঠানো হতো বিদেশে।

চাঞ্চল্যকর তথ্য:

আজাদের থেকে উদ্ধার হয়েছে দুটি ভিন্ন বিধানসভার ভোটার কার্ড — একটি নৈহাটি, অপরটি রাজারহাট-গোপালপুরের।

তার বিরুদ্ধে ৫০ কোটির বেশি টাকার জাল পাসপোর্ট ও ভিসা বানানোর লেনদেনের প্রমাণ পেয়েছে তদন্তকারী সংস্থা।

আজাদের দুটি মোবাইল থেকে উদ্ধার হয়েছে প্রায় ২০ হাজার পাতার নথি, অসংখ্য পাসপোর্ট ছবি, এবং ভয়েস রেকর্ড।

মোবাইল ঘেঁটে পাকিস্তানি নাগরিকদের সঙ্গে কথোপকথনের স্পষ্ট প্রমাণ পেয়েছে ইডি।

ISD নম্বর ও হোয়াটসঅ্যাপ কনট্যাক্ট বিশ্লেষণ করে ইডির ধারণা, আজাদের পাকিস্তানে রয়েছে সরাসরি যোগাযোগ। তার মোবাইল থেকে ২০ হাজারের বেশি হোয়াটসঅ্যাপ কনট্যাক্ট মিলেছে।

এই সূত্র ধরেই আজাদকে সামনে বসিয়ে জেরা করতে চায় ইডি। বিশেষ করে, হোয়াটসঅ্যাপ চ্যাটের নির্দিষ্ট কিছু অংশ দেখিয়ে জানতে চাওয়া হবে — তাঁর ‘পাক হ্যান্ডলার’ কে?

তদন্ত চলছে, আরও বড় আন্তর্জাতিক জালিয়াতি চক্রের হদিশ মিলতে পারে বলেই মনে করছে কেন্দ্রীয় গোয়েন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts