নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Pahalgam Attack) নিহত বেহালার সমীর গুহ ও বৈষ্ণবঘাটা লেনের বিতান অধিকারীর পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার নিহতদের (Pahalgam Attack) বাড়িতে পৌঁছে আর্থিক অনুদান এবং অন্যান্য সহায়তা তুলে দিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস।
বেহালায় সমীর গুহের বাড়িতে তাঁর স্ত্রীর হাতে এককালীন ১০ লক্ষ টাকার চেক তুলে দেন মন্ত্রীরা। পাশাপাশি বৈষ্ণবঘাটা লেনে বিতান অধিকারীর পরিবারের সঙ্গেও দেখা করেন তাঁরা। বিতানের বাবা-মায়ের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার পাশাপাশি, তাঁদের জন্য সরকার ঘোষিত মাসিক পেনশন ফান্ডের ব্যবস্থাও করা হয়েছে। এই ফান্ড থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা পাবেন নিহতের বাবা।
মন্ত্রীদের সামনে কান্নায় ভেঙে পড়েন বিতানের শোকার্ত মা ও বাবা। সরকারের এই সহানুভূতির জন্য তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি, বিতানের মায়ের নামে ‘স্বাস্থ্যসাথী’ কার্ড চালুর কাজও শুরু করেছে প্রশাসন।
প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ঘোষণা করেছিলেন, পহেলগাঁও হামলায় নিহত তিন বাঙালি—বিতান অধিকারী, সমীর গুহ ও মণীশরঞ্জন দে-র পরিবারের পাশে থাকবে রাজ্য সরকার। এককালীন অনুদান ছাড়াও প্রয়োজনীয় পেনশন ও চিকিৎসা সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই ঘোষণার বাস্তব রূপ দেখা গেল মঙ্গলবার।