সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যক্তি। ধৃতের নাম মহম্মদ সাজাদা, বাড়ি দক্ষিণ কলকাতার গার্ডেনরিচ এলাকায় (Kolkata)। হেস্টিংস থানার (Kolkata) পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। তবে এই প্রতারণা চক্রের মূল মাথা এখনও পুলিশের (Kolkata) নাগালের বাইরে।
পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের বাসিন্দা আমিদ নামে এক ব্যক্তি এবং তাঁর বন্ধুদের সঙ্গে এক সন্দেহভাজন ব্যক্তির পরিচয় হয়। অভিযোগ, সেই ব্যক্তি তাঁদের জানান—এক ‘মেজর’ পদমর্যাদার অফিসারের কোটায় সেনাবাহিনীতে চাকরি পাওয়া যাবে। তার জন্য কিছু নথি ও অর্থ জমা দিতে হবে।
এরপর অভিযোগকারীদের কলকাতার ময়দান এলাকায় ডেকে পাঠানো হয়। সেখানে সেনাবাহিনীর পোশাক পরিহিত এক ব্যক্তি একটি গাড়ির মধ্যে বসে তাঁদের সঙ্গে দেখা করেন এবং বলেন, টাকা দিলে চাকরি নিশ্চিত। পোশাক ও কথাবার্তার ভঙ্গিমা দেখে বিশ্বাস করে আমিদ ও তাঁর বন্ধুরা প্রায় ৬ লক্ষ টাকা দেন।
তবে পরবর্তীতে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় এক পরিচিত সেনাকর্মীর সঙ্গে যোগাযোগ করেন অভিযোগকারী। তখনই পুরো ঘটনার প্রতারণা বলেই প্রমাণ মেলে। এরপরই হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্ত ফের টাকা চাওয়ার চেষ্টা করলে, পুলিশের পরিকল্পনা মতো তাঁকে হেস্টিংস থানা এলাকায় ডেকে পাঠানো হয়। সেখানেই ফাঁদ পেতে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, সাজাদা মূলত প্রতারণার কাজে যুক্ত থাকলেও এই চক্রে আরও একাধিক ব্যক্তি জড়িত। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। চক্রের মূল পরিকল্পনাকারী এখনও অধরা।