একদিকে পেশায় অধ্যাপক (North City College), অন্যদিকে একাধিকবার বিতর্কে নাম জড়িয়েছে তাঁর। রাজদীপ মাইতি, যিনি কলকাতার সিটি কলেজে অধ্যাপনা করেন, এবার ফের কুরুচিকর আচরণে চরম বিতর্কের কেন্দ্রে। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠেছে, তিনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মহিলার উদ্দেশে অশালীন, কুরুচিকর মন্তব্য করেন (North City College)। সেই তালিকায় ছিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে শুরু করে দীপ্সিতা ধর পর্যন্ত।
তবে এবার শুধু অনলাইনের গণ্ডিতেই নয়, রাস্তার ওপর প্রকাশ্যে মহিলাদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে (North City College)।
ঘটনাটি ঘটেছে শনিবার। স্থানীয় সূত্রে খবর, কলেজ থেকে বেরোনোর সময় এক মহিলাকে দেখে রীতিমতো অশ্লীল অঙ্গভঙ্গি করতে শুরু করেন অধ্যাপক রাজদীপ (North City College)। ঘটনাস্থলে উপস্থিত কিছু মানুষ সেই সময় বিষয়টি লক্ষ্য করেন এবং তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। প্রতিবাদে উত্তাল হয়ে ওঠেন তাঁরা (North City College)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কলেজের সামনে দিয়েই যাচ্ছিলেন তাঁরা। আচমকাই এক মহিলার দিকে অশ্লীল ভঙ্গিমায় ইঙ্গিত করতে থাকেন রাজদীপ মাইতি। একজন কলেজ অধ্যাপক হয়েও এমন আচরণে বিস্মিত হন পথচারীরা। এরপর তাঁরা অভিযুক্ত অধ্যাপককে আটকে রাখেন এবং খবর দেন পুলিশে।
তৎক্ষণাৎ তাঁকে নিয়ে যাওয়া হয় আর্মহার্স্ট স্ট্রিট থানায়। পরে জানা যায়, সিটি কলেজ থানা মুচিপাড়া থানার অন্তর্গত। সেই অনুযায়ী, অভিযোগকারিণী মুচিপাড়া থানাতেই লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে।
এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কলেজ মহল, শিক্ষক মহল ও সাধারণ মানুষের মধ্যে। বহুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় রাজদীপ মাইতির পোস্ট ঘিরে বিতর্ক চলছিল, তবে এবার প্রকাশ্য রাস্তায় মহিলাদের অসম্মান করার ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হল।