নিপা ভাইরাস (Nipah Virus) নিয়ে রাজ্যে ক্রমশ বাড়ছে উদ্বেগ। কাটোয়ার এক নার্সের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁর শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। বর্তমানে তিনি বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন (Nipah Virus)। ওই হাসপাতালেই ভেন্টিলেশনে রয়েছেন নিপা আক্রান্ত আরও এক জন নার্স। পরিস্থিতির গুরুত্ব বুঝে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর নজরদারি, নমুনা সংগ্রহ এবং বেড প্রস্তুতির জন্য নির্দিষ্ট প্রোটোকল তৈরি করেছে। ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্রের স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ওই হাসপাতাল পরিদর্শন করেছে।
জানা গিয়েছে, কাটোয়ার ওই মহিলা নার্সের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক (Nipah Virus)। চিকিৎসকদের মতে, তিনি বর্তমানে কোমায় রয়েছেন। তবে অন্য যে পুরুষ নার্স নিপা আক্রান্ত, তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনিও ভেন্টিলেশনে রয়েছেন, কিন্তু চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার দুপুরের পর ওই হাসপাতালের এক আরএমও একই ধরনের উপসর্গ নিয়ে ভর্তি হন। তিনিও এখন চিকিৎসাধীন। তাঁর রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যে যে ব্যক্তি এই দুই নার্সের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের সকলের নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যেই হাসপাতালের ২২ জন কর্মীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, ওই মহিলা নার্স হৃদয়পুর এলাকায় একটি মেসবাড়িতে ভাড়া থাকতেন। তাঁর বাড়ি কাটোয়ায়। অসুস্থ হওয়ার পর প্রথমে তিনি কাটোয়া হাসপাতালে চিকিৎসা করান। সেই সূত্রে সেখানে তাঁর সংস্পর্শে আসা মোট আট জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পরে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে কয়েক দিন চিকিৎসা চলাকালীন হাসপাতালের ৪৮ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে খবর।
নমুনা পরীক্ষার জন্য কলকাতার নাইসেড এবং স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে রক্তের নমুনা পাঠানো হয়েছে। পাশাপাশি বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড তৈরি করে রাখা হয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে স্বাস্থ্য দফতর।












