Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েই মৃত্যু! কী হয়েছিল রাহুলের? রহস্য ঘনীভূত নিক্কো পার্কে!
রাজ্য

বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েই মৃত্যু! কী হয়েছিল রাহুলের? রহস্য ঘনীভূত নিক্কো পার্কে!

nicco park
Email :4

নিক্কো পার্কে (Nicco Park) আনন্দ ভ্রমণ রূপ নিল মৃত্যু যাত্রায়। রহস্যজনক ভাবে মৃত্যু হল মাত্র ১৮ বছরের এক কলেজ ছাত্রের। বুধবার সকালে বন্ধুবান্ধবের সঙ্গে নিক্কো পার্কে ঘুরতে গিয়ে ওয়াটার পার্কের ‘নায়াগ্রা’ রাইডে (Nicco Park) শাওয়ার নেওয়ার সময় আচমকাই অচৈতন্য হয়ে পড়েন উল্টোডাঙার বাসিন্দা রাহুল নামে ওই তরুণ। সঙ্গে সঙ্গে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

নিক্কো পার্ক (Nicco Park) কর্তৃপক্ষ দাবি করেছে, এটি কোনও যান্ত্রিক দুর্ঘটনা নয়, রাহুলের শরীর খারাপের কারণেই এই মর্মান্তিক পরিণতি। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ইতিমধ্যেই রাহুলের সঙ্গে থাকা বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পার্ক কর্তৃপক্ষের তরফে HR ভাইস প্রেসিডেন্ট সুমিত দত্ত (Nicco Park) জানিয়েছেন, রাহুল ও তাঁর বন্ধুরা ‘নায়াগ্রা’ রাইডের প্রথম তলায় শাওয়ার নিচ্ছিলেন। সেখানেই হঠাৎ মাথা ঘুরে পড়ে যান রাহুল। বন্ধুরা প্রথমে নিজে থেকেই তাঁকে নামিয়ে আনার চেষ্টা করেন। এরপর পার্ক (Nicco Park) কর্মীদের নজরে আসে বিষয়টি। সঙ্গে সঙ্গে রাহুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাঁর পালস তখনই খুব কম ছিল এবং তিনি সংজ্ঞাহীন ছিলেন। এরপর পার্কের অ্যাম্বুলেন্সেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকরা দেখেই জানিয়ে দেন, রাহুল আর বেঁচে নেই।

রাহুলের এই আকস্মিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নিক্কো পার্কে ঘুরতে আসা পর্যটকদের মধ্যে। সকলেই স্তম্ভিত—কীভাবে একটি আনন্দের দিন মুহূর্তে এত ভয়াবহ হয়ে উঠল!

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts